নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
অবিভক্ত মেদিনীপুর জেলার ঐতিহ্য মেদিনীপুর এ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় ৫৪ তম দশ মাইল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আজ বুধবার নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে। ৫৪ টি বাজি ফাটিয়ে মেদিনীপুর কলেজ কলেজিয়েট স্কুল ময়দান থেকে শুরু হয় প্রতিযোগিতা । প্রতিবছর ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বর্তমানে এই প্রতিযোগিতা জেলা, রাজ্যের সীমান্ত ছাড়িয়ে জাতীয় স্তরে পৌঁছে গেছে।এখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দৌড়বিদগন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই দৌড় দেখার জন্য মেদিনীপুর শহরবাসীও মুখিয়ে থাকেন। এ বছর প্রায় অর্ধ শতাধিক দৌড়বিদ অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায়। মশাল প্রজ্জ্বলন করে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা শাসক পি মোহন গান্ধী। দৌড়ের সূচনা করেন জেলা পুলিশ সুপার আলোক রাজরিয়া। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিং হাজরা, সহ সভাধিপতি অজিত মাইতি, মহকুমা শাসক দীননারায়ন ঘোষ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্যাম পাত্র, রমা প্রসাদ গিরি, ডাঃ হৃষিকেশ দে, সরোজ রথ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সুনিল (অপু) সামন্ত। প্রতিযোগিতায় প্রথম হয়েছে অর্জুন টুডু, দ্বিতীয় শুভঙ্কর ঘোষ, তৃতীয় সেখ মোজাম্মেল হোসেন। প্রতিযোগিতায় প্রথম দশ স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়।
আরও পড়ুন: ফেলে দেওয়া সদ্যোজাত শিশুর দেহ খুবলে খেলে কুকুর
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584