নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
করোনা সংক্রমণ মোকাবিলায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পাশাপাশি তৎপর দমকল বাহিনীও। সোমবার সংক্রমণ এড়াতে দমকলের ইঞ্জিনের মাধ্যমে পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা বাসস্ট্যান্ড স্যানিটাইজ করা হল। এদিন দমকলের জলের ট্যাঙ্কে ফিনাইল ও স্যানিটাইজার মিশিয়ে স্প্রে মাধ্যমে গোটা বাসস্ট্যান্ড চত্বরে জীবাণু ধ্বংস করা হল।
তাছাড়াও বাসস্ট্যান্ডে থাকা গাড়ি থেকে শুরু করে সমস্ত দোকানের ভেতরেও হোস পাইপের মাধ্যমে জীবাণু নাশক ওষুধ স্প্রে করল তমলুক দমকল বাহিনী।
আরও পড়ুনঃ ডোমকলে সাংসদের উপস্থিতিতে খাদ্যসামগ্রী বিতরণ পঞ্চায়েত প্রধানের
মূলত রাজ্য স্বাস্থ্য দফতর থেকে পূর্ব মেদিনীপুর জেলাকে হটস্পট হিসেবে নিহ্নিত করার কারণেই, গোটা জনবহুল এলাকাকে জীবাণুমুক্ত করার কাজ চলছে জোর কদমে। তবে এর ফলে অনেকটাই এই মহামারী ভাইরাসের হাত থেকে রক্ষা পাবে এমনটাই মনে করছে রাজ্য স্বাস্থ্য দফতর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584