রোগীদের সাথে নতুন বছর উদযাপন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকদের

0
45

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ

 

প্রতিবছরের তুলনায় খানিকটা আলাদা ভাবে নতুন বছরকে স্বাগত জানালেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা ৷ প্রায় শ-তিনেক রোগীকে সঙ্গে নিয়ে বুধবার সকালে মেদিনীপুর মেডিক্যালে আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ করলেন তাঁরা ৷ মূলত জুনিয়ার ডাক্তারদের প্রস্তাবে , এই হাসপাতালের রিউমাটোলজি বিভাগের উদ্যোগে এই আয়োজন।

celebration | newsfront.co
নিজস্ব চিত্র

মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা প্রতিবছরই নিজেদের মতো করে প্রতিটি নতুন বছর পালন করে থাকেন৷ এবার সেই স্বাদের পরিবর্তন করার প্রস্তাব দিয়েছিলেন এই হাসপাতালের জুনিয়ার ডাক্তাররা৷ সেই প্রস্তাবে সায় দিয়ে মেডিক্যালের রিউমাটোলজি বিভাগ বিশেষ উদ্যোগটি নিয়েছিল।     মেদিনীপুর মেডিক্যালে জেলার ১৬১২ জন বাতের রোগী বাতের চিকিৎসা করান রেজিষ্টার অনুযায়ী। এই রোগীদের মধ্যে অনেকেই দৃষ্টান্ত মূলক ভাবে সুস্থ্য হয়েছেন চিকিৎসাতে৷ এই রেজিষ্টারে থাকা রোগীদের নতুন বছর পালনের জন্য একটি অনুষ্ঠানে বুধবার উপস্থিত থাকতে আমন্ত্রন জানিয়েছিলেন বিভাগের প্রধান কৃপাসিন্ধু গাঁতাইত। সেই আমন্ত্রন পেয়ে প্রায় তিনশোজন বাতের রোগী মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে সামিল হয়েছিলেন।

celebration | newsfront.co20200101_230622
নিজস্ব চিত্র

নতুন বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডাঃ গিরিশচন্দ্র বেরা, মহকুমা শাসক দীননারায়ন ঘোষ, হাসপাতাল সুপার সহ অন্যান্য চিকিৎসক, জুনিয়ার ডাক্তারগণ৷ রীতিমতো সাংস্কৃতিক অনুষ্ঠান করে মন মাতিয়ে এই সমস্ত রোগীদের হাতে উপহার ও খাবার তুলে দেন চিকিৎসকরা। চিকিৎসকদের আয়োজনে আনন্দিত রোগীরা৷

আরও পড়ুনঃহজ থেকে ফিরে মন্ত্রী গিয়াসউদ্দিন এখন হাজী

এদিন চিকিৎসক কৃপাসিন্ধু গাঁতাইত বলেন – আমরা প্রতিবছরই এই দিনটা নিজেদের মতো করে পালন করে থাকি৷ কিন্তু জুনিয়ার ডাক্তাররা বললেন এবার রোগীদের সঙ্গে আনন্দভাগ করে নিতে৷ তাই আয়োজন৷ নতুন ভাবে বছরটা শুরু করলাম আমরা৷ রোগীদের আনন্দ পেতে দেখে স্বাভাবিক নিয়মে আমরা চিকিৎসকরা সকলেই আনন্দিত৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here