নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
১০ এপ্রিল রাজ্য বিধানসভার চতুর্থ দফার ভোটে কোচবিহারের শীতলকুচির ১২৬ নম্বর বুথে মৃত্যু হয় ৫জনের, তারমধ্যে সিআইএসএফ জওয়ানদের গুলিতে মৃত্যু হয় ৪ জনের।এই চার জনের ময়নাতদন্তের রিপোর্টে দেখা যায়, মৃত ৪ জনেরই গুলি লাগে দেহের ওপরের অংশে।

এই ঘটনাকে পরিকল্পিত গণহত্যা বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শীতলকুচির ঘটনার প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল কংগ্রেসও। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন টুইটারে লিখেছেন, শীতলকুচির গুলিচালনার ঘটনা ‘ঠান্ডা মাথায় খুন’। ময়নাতদন্তের রিপোর্ট প্রসঙ্গেও তিনি টুইট করে কাঠগড়ায় তুলেছেন কেন্দ্রীয় বাহিনীকে।
COLD BLOODED MURDER
Post mortem reports of persons killed by central forces reveal:
👉One shot while he was running away, shot in back from 10 metres👉Second had head injuries, hit with butt of a rifle
👉Third was shot in chest also from close quarters#BengalElection2021
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) April 20, 2021
আরও পড়ুনঃ শেষ দুদফার ভোট একদফায় সারা হোক, প্রস্তাব দুই বিশেষ পর্যবেক্ষকের
ডেরেক লিখেছেন,’কেন্দ্রীয় বাহিনীর গুলিতে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের ময়নাতদন্তের রিপোর্ট থেকে স্পষ্ট , একজন ছুটছিল, তাঁকে ১০ মিটার দূরত্বের মধ্যে থেকে পিঠে গুলি করা হয়েছে। দ্বিতীয় জনের মাথায় গভীর ক্ষত, রাইফেলের বাঁট দিয়ে মারা হয়েছে। তৃতীয় গুলিটিও খুব কাছ থেকে বুকে করা হয়েছে।’
ইতিমধ্যেই শীতলকুচির ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে সিআইডি। একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) গঠন করা হয়েছে।শীতলকুচির ঘটনায় তদন্তের রিপোর্ট ৫ মে-র মধ্যে সিআইডি জমা করবে হাইকোর্ট, এমনই নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুনঃ করোনার কোপে শিয়ালদা-হাওড়া শাখার ৬২৪ জন রেলকর্মী, পরিষেবা নিয়ে আশঙ্কা
সরকারি কৌঁসুলি আদালতে জানিয়েছেন, শীতলকুচির ঘটনায় ইতিমধ্যে মাথাভাঙ্গা থানায় এফআইআর দায়ের করা হয়েছে। সিআইডিকে দিয়ে এই ঘটনার তদন্ত করানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এরপরই, সিআইডিকে এই ঘটনায় ৫ মে-র মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584