কঠোর পুলিশি নিরাপত্তায় পঞ্চায়েত সদস্যদের মিটিং

0
87

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

আজ ডেবরা ব্লকের ১নং ভবানী পুর অঞ্চলে নিশ্ছিদ্র পুলিশ নিরাপত্তার মাধ্যমে তৃণমূলের প্রতীকে জিতে আসা ৪ জন্ পঞ্চায়েত সদস্য প্রথম মিটিং এ উপস্থিতি হয় ,তবে অঞ্চলটি বর্তমানে বোর্ড গঠন করছে তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থীরা । বাংলার দিদি তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত‌ই নির্দেশ দেন না কেন যে দলে কোনো গোষ্ঠীবাজী থাকবে না , তা সত্ত্বেও এই নির্দেশ নীচু তলায় কার্যকরী করা যাচ্ছেনা। কারন ক্ষমতার মধুভান্ডার দখলে রাখতে শাসক দলের নীচু তলার নেতাদের পছন্দ মতো লোকজনকে দিয়ে এলাকায় এলাকায় গন্ডগোল লাগিয়ে রাখে। যার পরিণতিতে সাধারণ মানুষের এমনকি নীচু তলার কর্মীদের প্রান ওষ্ঠাগত হয়ে ওঠে। এর ফলে শাসক দল মানুষের মনের থেকে আস্তে আস্তে সরে যায়। সেই জন্য তৃণমূলের অফিসিয়াল জয়ী প্রার্থীদেরও নিজেদের অন্য গোষ্ঠীর দ্বারা আক্রান্ত হ‌ওয়ার ভয়ে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে থাকতে হচ্ছে।

নিরাপত্তার ঘেরাটোপে। নিজস্ব চিত্র

তৃণমূলের এই দুই গোষ্ঠীর মন কষাকষির ফলে এই পরিনতি।।তৃণমূল নেতা তুষার মাইতি বলেন যে ভাবে কার্যক্রম হচ্ছে তাতে সন্তুষ্ট নয়, তবে পরবর্তী দিন গুলো অঞ্চলে আসবে কি না তা দলের নেতারা সিদ্ধান্ত নেবে, ওপর দিকে জগন্নাথ মূলা বললেন “পঞ্চায়েতের নিয়মে আমরা কাজ কোরবো,তবে যে কথাগুলো ওরা বলেছে সব মিথ্যা অপপ্রচার,তবে আমাদের আজকের বৈঠক শান্তিপূর্ণ ভাবে হয়েছে আর এখনও পুলিশ মোতায়েন রয়েছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here