নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

ভোট দিতে গিয়ে যে ভয় দেখাবে নাম নোট করবেন। সেই নাম নির্ভয়া দিদিকে দিবেন।পশ্চিমবঙ্গে গুন্ডা গিরি চলবেনা।বন্ধুক তন্তু চলবেনা এখানে লোকতন্ত্র চলবেনা।
লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট হয়ে গিয়েছে। দিল্লীতে ফের বিজেপি সরকার গঠন করতে চলেছে। নরেন্দ্র মোদী ফের দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন।দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা চৌধুরি মিত্রের হয়ে নির্বাচনী প্রচারে এসে এমনটায় দাবী করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং।

বৃহস্পতিবার দুপুরে মালদা শহরের ডিএসএ ময়দানে বিজেপি প্রার্থীর হয়ে নির্বাচনী সভায় যোগদান করেন কেন্দ্রীয় মন্ত্রী।এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গী,মালদা জেলা বিজেপি সভাপতি সঞ্জিত মিশ্র ও দক্ষিণ মালদা কেন্দ্রের প্রার্থী শ্রীরূপা চৌধুরি মিত্র সহ বিজেপি নেতৃত্ব।এদিনের জন সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে বন্ধুকতন্ত্র চলবেনা এখানে লোকতন্ত্র চলবে।বাম আমলে যা চলত তৃণমূল আমলেও তা চলছে।সাধারণ মানুষ ও কৃষকদের জন্য প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু বাংলার সরকার তা লাঘু করতে দিচ্ছেনা এরাজ্য। কিন্তু আমরা লাঘু করবই যেমন করে হোক। আমাদের সরকার হলে কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে পাঁচ বছর পর্যন্ত বিনা সুদে ঋণ দেওয়া হবে। তিনি আরো বলেন এখনকার মত দেশের শক্তি বৃদ্ধি পেতে থাকলে আগামী ২০৩০ সালের মধ্যে বিশ্বের তিনটি শক্তিশালী দেশের মধ্যে ভারতের আবস্থান হবে। বর্তমানের তিনটি শক্তিশালী দেশের মধ্যে একটিকে পেছনে ফেলবে ভারত।তারজন্য দেশের সাধারণ মানুষের সমর্থন দরকার।
আরও পড়ুনঃ প্রার্থীর সমর্থনে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র সমাবেশ
বক্তব্য শেষে তিনি বলেন দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ী হলে আবার মালদায় আসব। আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584