তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পাইওনিয়ার কো-অপারেটিভ এগ্রো প্রসেসিং এন্ড সোসাল ওয়েলফেয়ার সোসাইটি ভবনে বুধবার ৬৫তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে একটি স্বর্ণ জয়ন্তী ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন উত্তর দিনাজপুর জেলার সমবায় সমিতি সমূহের সহ-নিয়ামক দেবাশিস রায়,সমবায় পরিদর্শক নিরুপম গাঙ্গুলি,উত্তর দিনাজপুর সমবায় ইউনিয়নের অন্যতম সদস্য অশোক ঘোষ,সমবায় উদযাপন কমিটির সভাপতি মনোজ রায় ,সমবায় দপ্তরের প্রাক্তন অডিটর দিগেন্দ্র নাথ সরকার সহ বিশিষ্ট ব্যক্তিগণ।আলোচনায় প্রধান অতিথি সমবায় সমিতি সমূহের নিয়ামক দেবাশিস রায় বলেন গ্রামাঞ্চলে পিছিয়ে পড়া মহিলাদের আর্থিক উন্নয়নের স্বার্থেই গ্রামে গ্রামে সমবায়ের মাধ্যমে মহিলাদের জন্য এই অভিনব পদ্ধতি বেশ কিছুদিন থেকেই গ্রহণ করা হয়েছে।আর্থিক দিক থেকে যে সমস্ত মহিলারা দুর্বল তাদের নিয়ে গোষ্ঠী করে গ্রাম্য ব্যবসা করবার জন্য সমবায় ব্যাঙ্ক ঋণ পাবার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।সমবায়ের যে মূল মন্ত্র তা এই পরিকল্পনার মধ্যে দিয়ে সম্ভবপর।তাই নিজের পায়ে দাঁড়াতে হলে শহর ও গ্রামের দরিদ্র ঘরের মহিলাদের অনেক বেশি বেশি করে এই প্রকল্পের সাথে যুক্ত হতে হবে।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সহ কারি প্রধান শিক্ষক অশোক কুন্ডু,উৎসব কমিটির অপর যুগ্ম সম্পাদক প্রণব ঘোষ।
এইদিন সমবায় সপ্তাহ উদযাপন দিবস উপলক্ষে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।অঙ্কন প্রতিযোগিতায় দু’শোর উপর কচিকাঁচা অংশগ্রহণ করে বলে জানান সমবায় উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক রাধিকা রঞ্জন দেবভূতি।স্বর্নজয়ন্তী আলোচনায় কালিয়াগঞ্জ শহর ও গ্রাম থেকে মহিলারা আসেন যা লক্ষ্য করার মত।আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় একটি শোভা যাত্রা বের হবার পর বেলা ১২টায় মূল অনুষ্ঠানে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান,কুইজ প্রতিযোগিতা ও সমবায়ের উপর আলোচনা অনুষ্ঠিত হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584