মহাসপ্তাহে চমকে দেবে গঙ্গারাম

0
342

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

স্টার জলসায় চলছে ধারাবাহিক ‘গঙ্গারাম’। আজ্ঞে হ্যাঁ, এটি পুরুষকেন্দ্রিক ধারাবাহিক। যা বাংলা টেলিভিশনে বেশ বিরল। গঙ্গারাম মাটির সুরে ভাসে। সে বাজনা বাজায়। শহর কলকাতাত এসেছে সে। বিভিন্ন বিয়ে বাড়িতে সে ব্যান্ড পার্টির সঙ্গে বাজনা বাজায়। এভাবেই এগিয়ে চলে তার শহুরে জীবন।

Sohini Samrat | newsfront.co
স্যামির (সম্রাট) সঙ্গে টায়রা (সোহিনী)

টায়রার সঙ্গে স্যামির বিয়ের এনগেজমেন্টে ডাক পায় গঙ্গারাম। তাকে নানাভাবে অপমান করে অহংকারী স্যামি। গঙ্গারামের হাতে গিটার তুলে দিয়ে তা বাজাতে বলে গঙ্গাকে। গঙ্গা গিটার বাজিয়ে গান গেয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়।

ওদিকে স্যামির সঙ্গে টায়রার বিয়ে হোক তা চায় না টায়রার বাবা। তা হলে কী হবে এখন? শেষ অবধি কি স্যামি আর টায়রার চার হাত এক হবে? উত্তরের আঁচ মিলবে ১৮-২২ জানুয়ারির মহাসপ্তাহের পর্বে৷

আরও পড়ুনঃ লিড রোলে ফর্সা মেয়ে দেখতেই অভ্যস্ত দর্শক, তাই শ্যামলা দেখলেই তারা গর্জে ওঠে- শ্রুতি

Sohini | newsfront.co
সোহিনীর হবু স্বামী কল্লোল চৌধুরী

প্রসঙ্গত, স্যামি আর টায়রার চার হাত এক হবে কি হবে না তা বেশ বড় প্রশ্ন। তবে, রিয়েল লাইফে চার হাত এক হতে চলেছে টায়রা থুড়ি সোহিনী গুহ রায় এবং কল্লোল চৌধুরীর। ৩ ফেব্রুয়ারি বিয়ে তাঁদের। ৬ ফেব্রুয়ারি রিসেপশন বর্ধমানে৷ পাত্র ইন্ডাস্ট্রির কেউ নন। তিনি ব্যবসায়ী মানুষ৷

‘গঙ্গারাম’ দেখুন সোম থেকে শুক্র রাত সাড়ে ৯ টায়, স্টার জলসায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here