ডলোমাইট সাইডিং-এর বিরুদ্ধে স্মারক লিপি

0
63

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

ফের ডলোমাইট নিয়ে সরব হল বিজেপি। সোমবার ডলোমাইট সাইডিং-এর বিরুদ্ধে দলগাঁও স্টেশনের এস এস এবং বীরপাড়া থানায় স্মারক লিপি দিল বিজেপি।

memorandum against Dolomite Siding | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন  বিজেপির এক প্রতিনিধি দল ডলোমাইট সাইডিং সহ একাধিক দাবি সম্বলিত স্মারক লিপি দলগাঁও এসএসকে প্রদান করেন। পাশাপাশি ওভার লোডিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য থানাতেও স্মারক লিপি দেয়।

memorandum against Dolomite Siding | newsfront.co
স্মারক লিপি।নিজস্ব চিত্র

বিধায়ক মনোজ টিগগা বলেন,” লংকা রোড দিয়ে ডলোমাইটের গাড়ি গুলি ওভার লোড নিয়ে চলাচল করে তা বন্ধ করতে হবে। এছাড়া রেল গেটটি দীর্ঘ দিন ধরে সমস্যার সৃষ্টি করছে।রেল গেট বন্ধ থাকার ফলে রোগী মৃত্যু ও ঘটছে। ট্রাফিক জ্যাম হচ্ছে।

আরও পড়ুনঃ তৃণমূলের দলীয় কার্যলয়, বাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ডলোমাইটের জন্য বায়ু দুষিত হচ্ছে ইত্যাদি।তাদের দাবি অবিলম্বে ডলোমাইট অনত্র সরিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি রেল গেটে একটি ফ্লাই ওভার তৈরী করতে হবে এবং ওভার লোডিং বন্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here