শ্যামল রায়,বর্ধমানঃ
শুক্রবার তিন দফা দাবির সমর্থনে কালনা মহাকুমা বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটি স্মারকলিপি দেয়া হলো মহাকুমা শাসককে।
বার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রভাত সাহা সহ-সম্পাদক পার্থ সারথি কর জানিয়েছেন যে গত মঙ্গলবার ঝড়ের সময় আদালত চত্বরেই গাছের ডাল মাথায় পড়ায় এক আইনজীবীর মৃত্যু হয়। আসিফ শেখ নামে ওই আইনজীবীর মৃতের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার দাবি জানানো হয়। এছাড়াও আদালত চত্বরে প্রাচীন গাছগুলো কেটে ফেলার এবং আদালত চত্বরে সেরেস্তা নির্মাণের দাবিও জানানো হয়েছে এদিন।
দাবিগুলির প্রতি সমর্থন জানিয়ে মহকুমাশাসক নীতীন সিংহানিয়া জানিয়েছেন যে ইতিমধ্যে প্রাকৃতিক বিপর্যয় মৃত্যুর কারণে ওই আইনজীবীর পরিবারের হাতে দুলক্ষ টাকার চেক তুলে দেয়া হবে। তার পদ্ধতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এছাড়াও আদালত চত্বরে একটি সেরেস্তা নির্মাণ করা হবে স্থানীয় বিধায়কের আর্থিক তহবিলে তার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গরমের সময় আদালত যখন বন্ধু থাকবে সেই সময় প্রাচীন গাছগুলোর ডালপালা যাতে কেটে ফেলা হয় তার ব্যবস্থা তিনি নেবেন বলে আশ্বস্ত করেছেন স্মারকলিপি দিতে আসা আইনজীবীদেরকে।
স্মারকলিপি দিতে এসে অ্যাসোসিয়েশনের প্রভাত সাহা জানিয়েছেন যে মহকুমাশাসকের কথায় তারা সন্তুষ্ট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584