নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার সাইনারা ও বুড়ামারা গ্রামের মধ্যস্থলে পাওয়ার গ্রিড তৈরি করাকে কেন্দ্র করে উত্তাল হয়ে পড়েছে গোটা এলাকা।
যেখানে এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী ঐ এলাকায় পাওয়ার গ্রিড তৈরি হলে সবুজায়ন নষ্ট হবে, এই পাওয়ার গ্রিড তৈরি হলে এলাকার মানুষের শারীরিক সমস্যা হতে পারে ইত্যাদি একগুচ্ছ দাবি নিয়ে অবশেষে মঙ্গলবার জেলাশাসক দফতরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
প্রসঙ্গত,কয়েকদিন আগে এই সব দাবি নিয়ে রাস্তা অবরোধ করেছিল গ্রামবাসীরা তাঁদের দাবি ছিল,ঘটনাস্থলে জেলাশাসককে আসতে হবে।
আরও পড়ুনঃ কাটমানি ইস্যুতে অভিযুক্ত সিভিক ভলেনটিয়ারদের কেন্দ্র করে বিজেপি-তৃণমূল সংঘর্ষ
যতক্ষণ না জেলা শাসক আসবেন এলাকাবাসীরা অবরোধ তাঁদের চালিয়ে যাবে।পরে পুলিশ জেলাশাসকের সঙ্গে গ্রামবাসীর আলোচনার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।
মঙ্গলবার সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই জেলাশাসক দপ্তরে স্মারকলিপি প্রদান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584