সৌমেন মিশ্র,দাসপুরঃ
দাসপুর থানার গোপীগঞ্জ বাজার এলাকায় কয়েক মাস ধরেই এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঘুরে বেড়াচ্ছিল।সবাই তাকে পাগল ভেবে এঁটোকাটা খাবার দিত। দাসপুর থানায় কর্মরত সিভিক সন্দীপ বেরা একদিন ওই পাগল লোকটির সাথে কথা বলার চেষ্টা করেন। আপাত শান্ত স্বভাবের ওই মানুষটি ঠিক ঠাক গুছিয়ে কথা বলতে পারছিলেন না। কথা শুনে কিন্তু সন্দীপ বাবু বুঝেযান ওই ব্যক্তি আসলে খুব একটা পাগল নয়,তার বাড়ি ফেরার ইচ্ছা আছে কিন্তু বাড়ি যেতে পারছে না।এমন অবস্থায় ওই সিভিক সন্দীপ বেরা সোশ্যাল মিডিয়া ফেসবুকে ওই ব্যক্তির ছবি দিয়ে তাঁর নাম্বার দিয়ে দেন। পরে সে ছবি শেয়ার হতে হতে পৌঁছে যায় ওই ব্যক্তির পরিবারের কাছে।
পরিবার থেকে সন্দীপ বাবুর সাথে যোগাযোগ করা হয়। জানাযায় ওই স্মৃতিভ্রষ্ট মানুষটির নাম সোমনাথ মান্না বাড়ি ডোমজুড় থানার মাকড়দহে।
আজ সোমনাথ মান্নার পরিবারের লোকজন এসে তাঁকে নিয়ে গেলেন।পরিবারের তরফে জানানো হয়,সোমনাথবাবু মানসিক ভারসাম্যহীন।কিছু মনে রাখতে পারেননা।পথভুলে চলে এসেছিল এই এলাকায়। দাসপুর থানার সিভিক সন্দীপ বেরাকে তারা ভীষণভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584