খালিদ মুজতবা, ওয়েবডেস্কঃ
রাজ্যের স্কুলগুলোতে মিড ডে মিল সংক্রান্ত দুর্নীতির উপর কড়া পদক্ষেপ নিল নবান্ন। সম্প্রতি রাজ্যে বেশকিছু বিদ্যালয়ে নিম্নমানের মিড-ডে-মিল পরিবেশন করার খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই নড়েচড়ে বসেছে নবান্ন।
এবার থেকে পড়ুয়াদের পাতের খাবারে যাতে পর্যাপ্ত পুষ্টি ও গুণগত মান বজায় থাকে সেই উদ্দেশ্যে নবান্ন থেকে বেঁধে দেয়া হলো মিড ডে মিলের মেনু।
নবান্ন সূত্রে খবর, সপ্তাহের ছয়দিন অর্থাৎ সোম থেকে শনি পর্যন্ত প্রত্যেক দিনের মেনু ঠিক করে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ স্কুলের দরজা ভেঙে মিড-ডে মিলের চাল খেল হাতি
রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশ দেয়া হয়েছে এই তালিকায় প্রতিদিন খাবার পরিবেশন করতে হবে। সমস্ত আঞ্চলিক কর্মকর্তাদের এই নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে। এক নজরে দেখে নিন কি কি থাকছে রাজ্যের তরফ থেকে বেঁধে দেওয়া মিড ডে মিলের মেনুতে।
সোমবার- ভাত, ডাল, আলু, নিরামিষ সবজি, চাটনি
মঙ্গলবার- ভাত, ডাল, ডিম বা মাছ, চাটনি
বুধবার- ভাত, ডাল, মিক্স সবজি
বৃহস্পতিবার- ভাত, মাছ/ ডিমের কারি, নিরামিষ সবজি
শুক্রবার- ভাত, ডাল, আলুপোস্ত
শনিবার- ভাত, ডাল, সোয়াবিন, আলুর তরকারি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584