সুদীপ পাল,বর্ধমানঃ
স্কুলের পড়ুয়াদের জন্য দেওয়া হয়েছে চাল। সেই চাল পাওয়া গেল বিদ্যালয় শৌচালয়ের পিছনে।পূর্ব বর্ধমানের জামালপুরে আঝাপুর উচ্চ বিদ্যালয়ের এই ঘটনায় তৈরি হয়েছে বিতর্ক।আঝাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম বিশ্বাস বলেন,কেউ চক্রান্ত করে বিদ্যালয়ের পাঁচিলের পেছনে চাল ফেলে দিয়েছে। একমাস ধরে বিদ্যালয়ে মিডডে মিলের চাল মজুত নেই।ধার করে চলছে তার মধ্যে আবার এই।যদিও একপক্ষের অভিযোগ, মিড-ডে-মিলের বাড়তি চাল পাচার করার চেষ্টা হয়েছিল।তা করতে না পারায় দুর্নীতি ঢাকতে আস্তাকুঁড়ে ফেলে নষ্ট করা হয়েছে চাল। উল্লেখ্য এই বিদ্যালয়েই নাকি পড়ুয়াদের কাছ থেকে বাড়তি ফি আদায়ের অভিযোগ উঠেছিল।তখন খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের নিগ্রহ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।বিডিও সুব্রত মল্লিক জানিয়েছেন, বিষয়টি শুনেছি।পুলিশকেও দেখতে বলা হয়েছে। কিভাবে এই চাল আঁস্তাকুড়ে গেল এবং কে বা কারা এর পিছনে দায়ী তা খতিয়ে দেখছে পুলিশ।
আরো পড়ুনঃ মালদহ থেকে উদ্ধার কিষানগঞ্জ থেকে অপহৃত কিশোর,গ্রেফতার অপহরণকারী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584