নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
অখন্ড মেদিনীপুরের একটি ঐতিহ্যবাহী ও গর্বের সংস্থা মেদিনীপুর সমন্বয় সংস্থা। ২০১১ সালের ২০ অগষ্ট যাত্রা শুরু করেছিল মেদিনীপুর সমন্বয় সংস্থা।
প্রতিষ্ঠাতা ছিলেন অবিভক্ত জেলার কৃতি সন্তান বিশিষ্ট গণিতজ্ঞ অধ্যাপক প্রণবেশ জানা। তাঁর নেতৃত্বে ঐতিহাসিক মেদিনীপুরের মনীষীদের ও বিপ্লবীদের জন্ম-মৃত্যু দিবস পালন-সহ নানা কর্মকান্ডে নিয়োজিত রয়েছে সমন্বয় সংস্থা।
আরও পড়ুনঃ শীতকালীন পরিবেশে শিশু থেকে বৃদ্ধদের সুস্থ থাকার কিছু টিপ্পনী
প্রাথমিকে বিদ্যাসাগরের বর্ণপরিচয় চালু করতে সরকারের দৃষ্টিগোচর করে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে এই সংস্থা। এছাড়াও মেদিনীপুরের কৃতি সন্তানদের একই ছাতার তলায় নিয়ে আসা, কলকাতায় বিভিন্ন কাজে আসা মানুষজনের নিরাপদে স্বল্পমূল্যে থাকার জন্যে কলকাতার ৭ বি, বলরাম ঘোষ স্ট্রিটে ‘মেদিনীপুর ভবন’ গড়ে তোলা, বহুবিধ সামাজিক ও মানবিক কাজে যুক্ত রয়েছে এই সমন্বয় সংস্থা।
এই সংস্থার অষ্টম বার্ষিক সাধারণ সভা গত ১৫ ডিসেম্বরে কলকাতার বীরেন্দ্র হল-এ অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় ৬১ জন কার্যকরী সদস্য হিসাবে নির্বাচিত হন।
সংস্থার নিয়ম অনুসারে গত রবিবার, ২৯ ডিসেম্বর, ৭ বি বলরাম ঘোষ স্ট্রিটে অবস্থিত মেদিনীপুর ভবনে অনুষ্ঠিত বিশেষ সভায় অষ্টম বার্ষিক সাধারণ সভা থেকে নির্বাচিত সদস্যদের দ্বারা পরবর্তী ২ বছরের জন্য অফিস বেয়ারার নির্বাচনে সভাপতি হিসাবে পুনরায় নির্বাচিত হন বিজ্ঞানী ডঃ নিতাই চন্দ্র মণ্ডল।
আরও পড়ুনঃ বিশেষ ফ্যাশন শো নিয়ে হাজির দেবযানী ভট্টাচার্য
সংস্থার প্রাণপুরুষ অধ্যাপক প্রণবেশ জানার পারিবারিক অসুবিধার জন্যে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন বিশিষ্ট প্রধান শিক্ষক রতিকান্ত মালাকার, কার্যকরী সভাপতি হিসাবে নির্বাচিত হন বিমল কুমার জানা।
এছাড়াও ৭ জন সহ-সভাপতি এবং ৮ জন যুগ্ম সম্পাদক, ১ জন কোষাধ্যক্ষ ও ১জন সহকারি কষাধ্যক্ষ পদে নির্বাচিত হন।
সমস্ত প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্যে মেদিনীপুর সমন্বয় সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক অধ্যাপক প্রণবেশ জানা মহাশয় সমস্ত সদস্য ও অখণ্ড মেদিনীপুরবাসীকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে অবিভক্ত জেলাবাসীর সাহায্য- সহযোগিতা কামনা করেন l
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584