নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বিধ্বংসী আগুনে পুড়ে গেল শামুকতলা বাজারের দুটি দোকান । প্রায় তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। ঘটনায় দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় অন্য দোকানগুলিকে রক্ষা করে কর্মীরা।
![shop gutted in fire | newsfront.co](https://newsfront.co/wp-content/uploads/2020/03/WhatsApp-Image-2020-03-08-at-16.32.35-1.jpeg)
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে আগুন লাগার ঘটনাটি ঘটে । ভোর পাঁচটা নাগাদ দোকানের ভিতরে বিকট শব্দ হওয়ার দরুন পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের ঘুম ভেঙে যায় । তারপর ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন বাসিন্দারা। এরপর তরিঘরি দমকলে খবর দেন স্থানীয়রা।
![control fire | newsfront.co](https://newsfront.co/wp-content/uploads/2020/03/WhatsApp-Image-2020-03-08-at-16.34.25-1.jpeg)
আরও পড়ুনঃ আগুনের গ্রাসে পুড়ে ছাই কয়েকটি দোকান, মাথায় হাত ব্যবসায়ীদের
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের বারোবিশা এবং আলিপুরদুয়ার থেকে দুটি ইঞ্জিন আসে। তবে স্থানীয় বাসিন্দারা জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ কম করে প্রায় পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা । একটি গালামাল দোকানে প্রথম এই আগুন দেখতে পান পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা ।
![fire | newsfront.co](https://newsfront.co/wp-content/uploads/2020/03/WhatsApp-Image-2020-03-08-at-16.36.23-1.jpeg)
তার দোকানের পাশেই ছিল দশকর্মার একটি দোকান । পার্শ্ববর্তী আরেকটি দোকানের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। সেই দোকানদারের নাম শংকর দাস । স্থানীয় মানুষের সহযোগিতায় দুটি দোকান এবং একটি বাড়ি পুড়ে যাওয়ার পর বাকি বাড়ি এবং দোকানগুলো তারা রক্ষা করেন।
ঘটনায় শামুকতলা ব্যবসায়ী সমিতির সম্পাদক মানিক দে জানান, “ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আমরা আছি । সব সময় সহযোগিতা করবো তাদের । তিনি আরও বলেন শামুকতলা এলাকায় একটি দমকল কেন্দ্র স্থাপন করা খুবই জরুরী বিষয় বলে মনে করছেন।”
বারোবিশা দমকল বিভাগের আধিকারিক বিচিত্র ধর জানান,” এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে বলা যাচ্ছে না । ঘটনার তদন্ত চলছে। সম্ভবত শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584