জীবনের বাধা ভুলে সংসার চালাচ্ছেন ‘কৃষিরত্ন’ মৃদুল দেবী

0
52

শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

midural devi forgot the life struggle | newsfront.co
নিজস্ব চিত্র

কথায় বলে ‘যে রাঁধে সে চুলও বাঁধে’। যে সংসার চালায় সে দুর্গার মতো প্রাণশক্তি সঞ্চার করে কোমর বেঁধে জীবনযুদ্ধ লড়ে যায়। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের ‘কৃষিরত্ন’ পাওয়া মহিলা কৃষক মৃদুল হাঁসদা। মৃদুল হাঁসদা গত বছর ড্রাগন ফ্রুট, বিভিন্ন ফুল-ফলের চাষ করে জেলায় সারা ফেলে দিয়েছেন।

midural devi forgot the life struggle | newsfront.co
জমিতে কর্মরত মৃদুল। নিজস্ব চিত্র

এবার অনিয়মিত বৃষ্টির ফলে তাঁর জমি নষ্ট হয়ে যায়। কিন্তু তাতেও কোনও ভাবে দমে না গিয়ে মৃদুল দেবী কৃষি দফতরের সহায়তায় মাসরুম চাষ শিখে এসে নিজের বাড়িতে ছোটো একটি মাসরুম ফার্ম তৈরি করেছেন। সাথে উলু খড় দিয়ে ঝাঁটা বানিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি।

midural devi forgot the life struggle | newsfront.co
মৃদুলের শ্রমের ফল। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ পাশে নেই কেউ, তিন নাতি-নাতনিকে নিয়ে একা সংসারের হাল ধরেছে বৃদ্ধা

পাশাপাশি নিজের এই ক্ষমতাকে এলাকার বাকি মহিলাদের মধ্যে বন্টন করার জন্য তাঁদেরও চাষাবাদের পাঠ দিয়ে চলেছেন। জীবনের চড়াই-উতরাইকে উপেক্ষা করে সংসার চালানোর জীবনীশক্তিকে কাজে লাগানো মৃদুল দেবীকে কুর্নিশ না জানিয়ে পারা যায় না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here