নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
ঠিকানা গোপন করেও লোকানো গেল না করোনা। মালদহে করোনা সংক্রমণ নিয়ে মুম্বই থেকে ফিরে প্রশাসনকে ভুল ঠিকানা বলেছিলেন বিহারের বাসিন্দা ওই করোনা সংক্রমিত ব্যক্তি। জেলা প্রশাসন সূত্রে খবর, শনিবার মুম্বই থেকে মালদহ জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জানানো হয়, চাঁচল ২ নম্বর ব্লকের গোয়ালপাড়ার এক পরিযায়ী শ্রমিক করোনা সংক্রমিত।
মুম্বই থেকে প্রথম আক্রান্ত পরিযায়ী শ্রমিকের সঙ্গেই মালদায় ফিরেছিলেন এই ব্যক্তি। তাঁর বাড়ি বিহারের কাটিহারে হলেও মুম্বইয়ে লালারসের নমুনা সংগ্রহের সময় নিজের ঠিকানা হিসেবে চাঁচলের কথা উল্লেখ করেন তিনি। শনিবার রাতে পুলিশ ওই ঠিকানায় গিয়ে দ্বিতীয় আক্রান্তকে চিহ্নিত করে।
আরও পড়ুনঃ মগরাহাটে করোনা আক্রান্ত ১১ মাসের শিশু সহ মা
তিনি তখনও বিহারের কাটিহারে ফেরত যেতে পারেননি। রবিবার ভোররাতেই তাঁকে পুরাতন মালদহের কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে পুনরায় তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ এসেছে। বিহারের ওই বাসিন্দাকে অতি দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাঁর নিজের এলাকায় চিকিৎসার জন্য পাঠানো হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584