নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
নেপাল সরকারের পক্ষ থেকে পানিট্যাঙ্কি সীমান্ত পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছিল। অন্য কোনও ব্যবস্থা না থাকায় হেঁটেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন বিহারের বারসইয়ের ২২ জন শ্রমিক৷ বুধবার তারা উত্তর দিনাজপুরের বরোটে এসে পৌঁছান।
বিহারের বারসই থানার মিরজাতপুর গ্রামের ২২ জন বাসিন্দা নেপালে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। কিন্তু লকডাউনের জেরে তাঁরা সেখানেই আটকে পড়েন। নেপাল সরকারের পক্ষ থেকে তাঁদের একটি কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়৷
আরও পড়ুনঃ জয়গাঁয় আটক ২০ জন পরিযায়ী শ্রমিক
কোয়ারেন্টাইনের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর গতকাল বিকেলে তাঁদের একটি বাসে তুলে সীমান্ত অবধি ছেড়ে দেওয়া হয়। বাড়ি পৌঁছনোর কোন উপায় না পেয়ে রেললাইনের পাশ দিয়ে হেঁটেই বিহারের বারসইয়ের উদ্দেশ্যে রওনা দেন । প্রায় আড়াইশো কিলোমিটার হেঁটে তাঁরা উত্তর দিনাজপুর জেলার বরোট রেল স্টেশনে এসে পৌঁছোন। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার বারসইয়ের উদ্দেশ্যে রওনা দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584