নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় একের পর এক বাসে করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢুকছে পরিযায়ী শ্রমিকের দল। এই এলাকায় সপ্তাহ খানেক ধরে পরিযায়ী শ্রমিকের ঢল নামছে। এরই মাঝে হরিশ্চন্দ্রপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের লালারস সংগ্রহ করার জন্য ক্যাম্পও তৈরি করা হয়েছে।
কিন্তু নির্দেশকে অমান্য করে সকাল থেকেই পরিযায়ী শ্রমিকের দল সামাজিক দূরত্ব না মেনেই স্থানীয় লালারস সংগ্রহ সেন্টারে ভিড় করছেন। স্থানীয় পুলিশ প্রশাসন অনেকভাবেই এদেরকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে ২ করোনা আক্রান্তের হদিশ
আজ স্থানীয় কিরণমালা বালিকা বিদ্যালয় লালারস সংগ্রহ সেন্টারে কাজ শুরু হতে দেরি হয়। এতে শ্রমিকরা বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাস্থলে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ঘণ্টাখানেকের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিক্ষোভের জেরে আতঙ্ক ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ‘জেলা প্রশাসনের উচিত, আরও সক্রিয়ভাবে এলাকায় পরিযায়ী শ্রমিকদের গতিবিধি নিয়ন্ত্রণ করা, বাইরে থেকে আসা শ্রমিকদের অবিলম্বে কোয়ারেন্টাইনে রাখা এবং করোনা আক্রান্তের সংখ্যা সম্বন্ধে সঠিক তথ্য পেশ করা।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584