নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
অনেক কষ্টে ঘরে ফিরে এসেও কাজ না জোটায় ফের ভিন রাজ্যে রওনা দিলেন রায়গঞ্জের কিছু শ্রমিক। কাজ, খাবার না পেয়ে লকডাউনের জেরে সমস্যায় পড়েছিলেন ভিন রাজ্যে আটকে যাওয়া শ্রমিকরা। বাধ্য হয়ে তারা নিজেদের বাড়িতে ফিরে এসেছিলেন। মাইলের পর মাইল পায়ে হেঁটে, নানারকম অসুবিধার মোকাবিলা করে তারা নিজেদের গ্রামের বাড়িতে ফিরেছিলেন।
যদিও প্রশাসনের দাবি যারা গ্রাম ছেড়ে ভিন রাজ্যে যাচ্ছেন তারা পঞ্চায়েতের কাছে কাজের জন্য আবেদন করেননি। কাজের জন্য আবেদন করলেই তাকে কাজ দেওয়া হচ্ছে। কিন্তু আনলক ওয়ান চালু হতেই রায়গঞ্জ ব্লকের মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজন বাসিন্দা কাজের জন্য পরিবার নিয়ে দিল্লির উদ্দেশ্যে আজ রওনা হলেন।
আরও পড়ুনঃ রাজ্যে প্রথম করোনা ভাইরাস স্পেশাল ওপিডি চালু হল বেলেঘাটা আইডি হাসপাতালে
রায়গঞ্জের শ্রমিকদের সঙ্গে যুক্ত হয়েছেন মালদহ জেলার সামসি এলাকার বেশ কয়েকজন বাসিন্দা। তাদের বাড়ি মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের কসবা মোড় এলাকায়। তারা জানান, কাজের জন্য তাদের দিল্লিতে ফিরে যেতে হচ্ছে। সেখানে রাজমিস্ত্রীর জোগানদারের কাজ করে ভাল আয় হয়। বাড়ি ফিরে এসে তাদের কোন কাজ জোটেনি। তাই ফের দিল্লি ফিরে যাচ্ছেন তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584