স্বাস্থ্য বিধি মানা নিয়ে মুচলেকা দিচ্ছেন ফিরে আসা শ্রমিকরা

0
44

পিয়ালী দাস, বীরভূমঃ

অন্য রাজ্য থেকে নিজের জেলায় ফিরে এসে ১৪ দিন ঘরবন্দি থাকতে হবে, শ্রমিকদের কাছ থেকে এমনই প্রতিশ্রুতি নেওয়া হচ্ছে বীরভূম জেলা পুলিশের তরফে। পাশাপাশি নেওয়া হচ্ছে মুচলেকা, সেখানে স্পষ্ট করে ব্যক্তির নাম ঠিকানা ফোন নম্বর সহ সমস্ত রকম তথ্য নথিভুক্ত করা হচ্ছে। হোম কোয়ারেন্টাইনে না থাকলে পেতে হবে শাস্তি এমন কথাও মুচলেকাতে উল্লেখ থাকছে বলে প্রশাসন সূত্রে খবর।

workers | newsfront.co
নিজস্ব চিত্র

মহম্মদ বাজারের বি.ডি.ও আশিস মণ্ডল জানান, ‘বিভিন্ন রাজ্য থেকে ১২৯ জন এলাকায় এসেছে। প্রত্যেকের কাছেই মুচলেকা নেওয়া হয়েছে। ব্যাঙ্গালোর থেকে ফিরেছেন নলহাটির শীষ মহম্মদ। লকডাউনে তিনি আটকে পড়েছিলেন। কিন্তু গ্রামে ফিরে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুনঃ মৃতদেহ সৎকারে বাধা, বিক্ষোভ বাসিন্দাদের

বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা বাসু জানান, ‘অন্য রাজ্য থেকে বীরভূমে ফিরে আসা সমস্ত মানুষদের নিয়ম করে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তারা প্রতিশ্রুতি দিয়েছেন, স্বাস্থ্য দপ্তরের নিয়ম বিধি মেনে চলবেন।’ বীরভূম জেলা প্রশাসন সূত্রে খবর, ভিন রাজ্য থেকে যেসব মানুষরা বীরভূমে ফিরে আসছেন তাদের প্রত্যেকের লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here