নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
ত্রাণ না পেয়ে বিক্ষোভ দেখিয়ে রাস্তা অবরোধ করল পরিযায়ী শ্রমিকরা। ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের ত্রাণের জন্য কুপন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালদহ জেলা প্রশাসন। প্রত্যেক শ্রমিককে একটি করে ত্রাণ কুপন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এর মাধ্যমে ৩০ কেজি চাল, ডাল সহ বেশ কিছু সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কিন্তু ত্রাণের কুপন না পেয়ে এদিন বিক্ষোভ ফেটে পড়লেন শ্রমিকরা। রাস্তা অবরোধ শুরু করে দেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে মানিকচক ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে।
আরও পড়ুনঃ আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেফতার
জানা গেছে, নাজিরপুর গ্রাম পঞ্চায়েতে কয়েক হাজার পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরলেও মাত্র ৩০০ জন শ্রমিককে দেওয়া হয় ত্রাণ কুপন। ত্রাণ কুপন না পাওয়ায় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে বিক্ষোভ দিয়েছেন শ্রমিকরা।
প্রায় ঘণ্টাখানেক মালদহ – মানিকচক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। অবরোধের খবর পেয়ে মানিকচক থানার পুলিশ পৌঁছে অবরোধ তুলে দেয়।
আরও পড়ুনঃ করোনা আবহে ডেঙ্গু সচেতনতা অভিযানে তৃণমূল
এবিষয়ে মানিকচক ব্লকের বিডিও সুরজিৎ পন্ডিত ফোনে জানান, ‘ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতেকে ত্রাণ কুপন দেওয়া হয়েছে। যে সমস্ত পরিযায়ী শ্রমিক সরকারি পদ্ধতি মেনে জেলায় প্রবেশ করেছেন তাদেরকে বর্তমানে এই কুপন দেওয়া হচ্ছে ।
যারা সরকারি পদ্ধতি না মেনে অন্যভাবে প্রবেশ করছেন, তাদের আপাতত দেওয়া হচ্ছেনা। সেই সমস্ত পরিযায়ী শ্রমিকরা সরকারি ভাবে আবেদন করলে বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584