নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
ভিনরাজ্য থেকে উত্তর দিনাজপুরে ফিরে এলেন প্রায় পাঁচশো পরিযায়ী শ্রমিক। রবিবার গভীর রাতে দিল্লি থেকে ইসলামপুরের আলুয়াবাড়ি রেল স্টেশনে পৌঁছায় শ্রমিক স্পেশাল। শ্রমিকদের মধ্যে অধিকাংশ দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ও নেপালের বাসিন্দা।
স্টেশনে নামলে শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়৷ ইসলামপুর পুরসভা ও ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা স্ক্রিনিং করেন৷ তারপরই স্টেশন থেকে বাইরে বেরোন শ্রমিকরা। স্টেশনের গেটে শ্রমিকদের নাম, ঠিকানা নথিভুক্ত করে ইসলামপুর মহকুমা প্রশাসন৷ তারপর তাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসে তুলে নিজেদের বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ দু’হাজার পরিযায়ীকে খাসির মাংস ভাত খাওয়ালেন বাবলা
ইসলামপুর মহকুমা শাসক খুরশিদ আলম জানিয়েছেন, ‘নিয়ম অনুযায়ী হটস্পট জোন থেকে আসা পরিযায়ী শ্রমিকদের ইনস্টিটিউশনাল কোয়ারান্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। নন হটস্পট জোন থেকে আসা ব্যক্তিদেরও হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584