নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
কালচিনি পুলিশের উদ্যোগে ৪৯ জন পরিযায়ী শ্রমিকদের ঘরে পাঠানোর ব্যবস্থা করা হল। শিলিগুড়ি বিধাননগর এলাকায় ইঁটভাটায় কর্মরত কোচবিহারের ৪৯ জন শ্রমিক লকডাউন শুরু হওয়ার পর আটকে যায়। তারপর তারা সেখনে কিছু দিন থাকার পর পায়ে হেঁটে ঘরের উদ্দেশ্যে রওনা দেয় ফাটপুকুর অবধি।
ফাটাপুকুর থেকে প্রশাসনের উদ্যোগে একটি বাসে করে তারা ঘরের উদ্দেশ্যে রওনা দেন। তারপর সেই বাস গতকাল রাত প্রায় ১টা নাগাদ কালচিনি মন্থরাম এলাকায় ৩১ নং জাতীয় সড়কের ধারে পেট্রোল পাম্পে নামিয়ে চলে যায়। এই ৪৯ জনের মধ্যে মহিলা ও শিশুও ছিল। রাত ২টো নাগাদ কালচিনি মন্থরামের মত শুনশান এলাকায় আসার পর খুবই সমস্যায় পড়ে শ্রমিকরা।
আরও পড়ুনঃ তেলেঙ্গানা থেকে বাড়ি ফিরলেন মুর্শিদাবাদের ৬৩ জন পরিযায়ী শ্রমিক
রাতে কোথায় যাবে কী করবেন, বুঝে উঠতে পারছিলেন না । এদিকে সামনেই ঘন জঙ্গল দিশেহারা হয়ে এদিক ওদিক ঘুরছিলেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় মেন্দাবাড়ি গ্ৰাম সুরক্ষা কমিটির সদস্যরা ও কালচিনি থানার পুলিশ ।
তারপর গ্ৰামবাসীর সহযোগিতায় কালচিনি পুলিশ ওই ৪৯ জন শ্রমিককে খাওয়ানোর ব্যবস্থা করেন এবং কালচিনি কৃষক বাজারে থাকার ব্যবস্থা করে । বুধবার কালচিনি কৃষক বাজার থেকে বাসে করে ওই শ্রমিকদের ঘরে পাঠানোর ব্যবস্থা করে কালচিনি পুলিশ । ঘরে যেতে পেরে খুবই খুশি শ্রমিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584