নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
বুধবার ভিন রাজ্যে আটকে থাকা ৯ জন পরিযায়ী শ্রমিক চেন্নাই থেকে পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা হয়ে নন্দীগ্রামে ফিরলেন। তবে এই শ্রমিকদের বাড়ি ফেরাটা নেহাত সহজসাধ্য ছিলো না।৮৭০০ টাকা জন প্রতি বাসভাড়া করে মেছেদায় আসেন এইসব ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকেরা।
জানা গেছে অনেক কষ্টে ধারদেনা করে ৩ জনের বাড়ির লোকজন টাকা যোগাড় করে পাঠিয়ে ছিল।বাকিরা কয়েকজন দীর্ঘদিন ওখানে থাকার কারণে জমিয়ে রাখা বাড়ির টাকা খরচ করে এরাজ্যে এসেছে। আরও জানা গেছে, ওখানে থাকা বেশ কিছু মানুষের কাছে হাত পেতে কিছু টাকা যোগাড় করেছে তারা।
আরও পড়ুনঃ মূকাভিনয়ের মাধ্যমে করোনা সচেতনতার প্রচার বহরমপুর শহরে
সব খুইয়ে নিঃস্ব হয়ে বাড়ি ফিরলেন তারা। লকডাউনের এতগুলি দিন কিভাবে কাটিয়েছেন তা মুখে প্রকাশ করতে গিয়ে চোখের জল বাগমানাতে পারছিলেন না এসব পরিযায়ী শ্রমিকেরা।প্রতিদিন চেন্নাইতে ২৫০ টাকা দিয়ে হোটেলে রাত কাটানো থেকে দুবেলা আহার জোটানো কতটা কষ্টসাধ্য ছিলো তা তাদের কাছে অবর্ণনীয়।
কোনরকম সহযোগিতা করেনি ওখানকার প্রশাসন। চরম উৎকন্ঠায় দিন কাটাচ্ছিলো নন্দীগ্রামের এই ৯ জন দর্জি ও রাজমিস্ত্রী কাজ করতে যাওয়া শ্রমিক পরিবারগুলি।আজ সকালে মেছেদায় এসে তাদের শারীরিক পরীক্ষা করিয়ে, তারপর নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা করানো হয়।
তবে এই সমস্ত শ্রমিকদের অভিযোগ,এ রাজ্যে ফেরার জন্য, প্রশাসনিক সহযোগীতার জন্য তারা বারংবার ফোনে বিভিন্ন দফতরে জানিয়েছেন।অনলাইন হওয়ার কারণে তা করে ওঠা সম্ভব হয়নি। তবে এতদিন লকডাউনের কষ্ট পেরিয়ে আজ বাড়ি ফেরার আনন্দে তাদের শতকষ্ট আজ তাদের কাছে কোন কষ্টই নয়। এমনটাই তাদের চোখেমুখে প্রকাশ পাচ্ছিলো। তবে নিজের জেলায় গেলেও আদেও কি বাড়ি ফিরতে পারবে সেই নিয়ে যথেষ্ট প্রশ্ন থেকে গিয়েছে এসব পরিযায়ী শ্রমিকদের মনে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584