নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
লকডাউন পরিস্থিতিতে ভিন রাজ্যে আটকে পড়েছেন বহু শ্রমিক। লকডাউনের মেয়াদ বেড়ে যাওয়ায় একদিকে যেমন টান পড়েছে পরিযায়ী শ্রমিকদের পরিবার-পরিজনদের, অপরদিকে টান পড়েছে পেটের। এই পরিস্থিতিতে কেউ বা রওনা দিয়েছেন সাইকেলে আবার কেউ বা রওনা দিয়েছে পায়ে হেঁটে।
ঠিক এইরকমই একটি চিত্র ধরা পড়ল পশ্চিম মেদিনীপুরে। ৩ শিশু সহ ৭ পরিযায়ী শ্রমিক পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর থেকে হেঁটে পৌছোল মেদিনীপুর কোতোয়ালী থানায়। যাবেন মালদহের গাজোলে।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব
প্রসঙ্গত একটি কোম্পানিতে নির্মাণ কাজে যোগ দিতে মালদহের গাজোল থেকে খড়্গপুর এসেছিলেন পরিযায়ী শ্রমিকরা। লকডাউন পরিস্থিতিতে খাদ্যসামগ্রীর অপ্রতুলতা ও হাতে জমানো টাকা শেষ হয়ে যাওয়ায় হেঁটেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন তারা।
অবশেষে বৃহস্পতিবার সকালে খড়গপুর থেকে মেদিনীপুর কোতোয়ালী থানায় এসে পৌঁছান ৩ শিশু সহ ৭ জন পরিযায়ী শ্রমিক। কবে বাড়ি ফিরবে তারা, সেই চিন্তাতেই ঘুম উড়েছে পরিযায়ী শ্রমিকদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584