নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
নিজেদের উদ্যোগে ভিনরাজ্য থেকে ফিরে গ্রামে জায়গা হয়নি। তাই অবশেষে নিজের গ্রামের পাশে টাঙন নদীর ধারে জঙ্গলের মধ্যে বট গাছের নিচে প্লাস্টিকের তাঁবু টাঙিয়ে থাকতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। এই ঘটনা ঘটেছে কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর গ্রামে।

ওই গ্রামের ১০জন উত্তর প্রদেশ থেকে এসে কালিয়াগঞ্জ হাসপাতালে প্রাথমিক পরীক্ষা করে নিজেদের বাড়িতে যেতে চাইলেও তাদের গ্রামে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। শুধু তাই নয়, ওই গ্রামে একটি ভবনে থাকতে চাইলে রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান তাদের কাছ থেকে টাকা চায় বলেও অভিযোগ।
আরও পড়ুনঃ ‘আমপান’ মোকাবিলায় প্রশাসনিক তৎপরতা তুঙ্গে
এই অবস্থায় তারা অসহায়ভাবে ওই বটগাছের নিচেই প্লাষ্টিক টাঙিয়ে আশ্রয় নিয়েছেন। আবার এদিকে ধেয়ে আসছে আমপান। এখন কী করা যাবে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584