নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
করোনা মোকাবিলায় সারাদেশে জারি হয়েছে লকডাউন। বাইরে থেকে বাড়িতে ফেরত আসছে কাজে যাওয়া শ্রমিকেরা। একসময় দেখা গিয়েছিল বাইরে থেকে আসা শ্রমিকেরা হাসপাতালে ভিড় জমিয়েছিল পরীক্ষা করার জন্য। আবার সেই শ্রমিকরাই বাইরে কাজে যাওয়ার জন্য হাসপাতালে ভিড় জমিয়েছে।
এমনই চিত্র ধরা পড়ল রানিতলা থানার অন্তর্গত নসিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। দেশে যখন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, তখন ফের বাড়ি থেকে বাইরে যাওয়ার ধুম পড়েছে এলাকায়। হাসপাতালে আসা শ্রমিকদের দাবি, কাজে না গেলে তারা খাবে কী।
আরও পড়ুনঃ সারমেয় মৃত্যুর ঘটনায় জীবাণুমুক্ত করার কাজ শুরু পুরসভার
ভগবানগোলা ব্লক ২ তৃণমূল কংগ্রেস সভাপতি আবদুর রউফ বলেন, ‘যখন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা কম ছিল, তখন এই পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে নিয়ে আসা নিয়ে বিভিন্ন বিরোধীদল সরব হয়েছিল ।
কিন্তু আজ যখন রাজ্যে তথা জেলায় করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে, সেখানে ফের সেই সব শ্রমিকরা কাজে যাওয়ার জন্য ছুটছে। এখন বিরোধী দল কোথায় ? তারা এখন কেন পরিযায়ী শ্রমিকদের বাড়িতে থাকতে অনুরোধ করছেন না।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584