নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
নিজের এলাকায় নিয়মিত কাজ মেলে না। তাই মাসছয়েক আগে এক ঠিকাদারের পরামর্শে গুজরাতে গিয়ে নির্মাণ শ্রমিকের কাজে যোগ দিয়েছিলেন। সেখানে প্রতিদিন গড়ে ৭০০ টাকা রোজগার হত। কিন্তু লকডাউনের জেরে বাড়িতে ফিরে কর্মহীন হয়ে পড়েছেন। তাই ফের গুজরাতে ফেরার চিন্তাভাবনা শুরু করেছেন রায়গঞ্জের ভিনরাজ্য ফেরত শ্রমিকদের একাংশ।
করণদিঘি ব্লকের রুদেল এলাকার মহম্মদ কায়সার আলি দিল্লিতে রংয়ের কারখানায় কাজ করতেন। তাঁরও এক বক্তব্য। লকডাউন শিথিল হওয়ায় ট্রেন চালু হলেই তিনি সপরিবারে দিল্লি ফিরে যাবেন বলে মনস্থির করেছেন। তাঁদের বক্তব্য, ‘কয়েক দিন আগে তাঁরা একশো দিনের প্রকল্পে কাজ করার জন্যে প্রশাসন ও পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁদের অপেক্ষা করতে বলা হয়েছে।’
আরও পড়ুনঃ হাট বসাকে কেন্দ্র করে চোপড়াতে সংঘর্ষ
প্রশাসনিক সূত্রে খবর, জেলার বিভিন্ন ব্লকের প্রায় ৭০ হাজার শ্রমিক ভিনরাজ্যে কাজ করেন। লকডাউনে অধিকাংশ ফিরে এসেছেন। সরকারি নিয়মে জবকার্ড থাকা কেউ প্রশাসনের কাছে নির্দিষ্ট ফর্মে আবেদন জানালে ১৫ দিনের মধ্যে তাঁকে কাজ দেওয়া হয়। পরিযায়ী শ্রমিকরা আবেদন করলে তাঁদেরও ওই প্রকল্পে কাজ দেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584