তৃণমূল ছাড়লেন বিধায়ক মিহির গোস্বামী, যোগ দিলেন পদ্মফুলে

0
81

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তৃণমূল ছাড়লেন বিধায়ক মিহির গোস্বামী। দলের প্রাথমিক পদ থেকে দিলেন ইস্তফা। বিবৃতিতে কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী জানান, “২২ বছর ধরে দলের একনিষ্ঠ কর্মী আছি। তবে জেলায় বারবার অপমানিত হয়েছি। দলনেত্রীকে জানিয়েও পরিস্থিতির বদল হয়নি।”

Mihir Goswami Join BJP | newsfront.co
বিজেপিতে যোগদান মিহির গোস্বামীর। নিজস্ব চিত্র

গত কয়েকদিন ধরে বেসুরো গাইছিলেন তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। তার বাড়িতে বিজয়া সারতে যান সাংসদ নিশীথ প্রামাণিক। আরও তীব্র হয় জল্পনা। এরপর ফেসবুকে একাধিকবার দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন মিহির গোস্বামী।

Bharatiya Janata Party | newsfront.co
কৈলাশ বিজয়বর্গীয়র সাথে মিহির গোস্বামী। নিজস্ব চিত্র

গতকাল, বৃহস্পতিবার দল ছাড়ার কথা ফেসবুকে জানিয়েছিলেন মিহির গোস্বামী। শুক্রবার সকালে দিল্লি উড়ে যান তিনি। বিমানবন্দরে নিশীথ প্রামাণিকের সঙ্গে দেখা গিয়েছিল তাকে। এরপরই স্পষ্ট হয়, মিহিরের তৃণমূল ছাড়া সময়ের অপেক্ষা। বিকেলে দলের প্রাথমিক সদস্যপদ ছাড়ার কথা ঘোষণা করেন মিহির গোস্বামী।

আরও পড়ুনঃ গৃহীত হল শুভেন্দুর পদত্যাগপত্র জানালেন রাজ্যপাল

বিবৃতিতে দলের সঙ্গে তার দীর্ঘ ২২ বছরের সম্পর্কের কথা উল্লেখ করে ক্ষোভ উগরে দিয়েছেন। মিহির বলেছেন, “জেলায় বারবার অপমানিত হয়েছি। দলের রাজ্য নেতৃত্ব তাতে নীরব ও প্রচ্ছন্ন মদত জুগিয়ে গিয়েছে। দলনেত্রীকে সে সব কথা জানিয়েও অবস্থার পরিবর্তন হয়নি।

Mihir Goswami | newsfront.co
নিজস্ব চিত্র

আজ সব সহ্যের সীমা অতিক্রম করার সময়েও দেখেছি নেত্রী একইরকমের আশ্চর্য নীরবতা পালন করেছেন। সম্ভবত তিরস্কার-বহিস্কারের ক্ষমতাও তার লুপ্ত হয়েছে। দলের চালক সিটে তিনি আর নেই। আজ এই তৃণমূল দলের সঙ্গে যাবতীয় সম্পর্কের অবসান ঘটিয়ে প্রাথমিক সদস্য পদ থেকেও ইস্তফা দিলাম।”

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর কাছ থেকে সুশাসন শিখুন প্রধানমন্ত্রী, টুইটে পরামর্শ অভিষেকের

পরে মিহির গোস্বামী বলেন,”৩ অক্টোবর থেকে সাংবাদিক বৈঠক ও সোশ্যাল মিডিয়ায় বারবার বলেছি, তাও সর্বোচ্চ নেত্রীর কাছ থেকে সারা পাইনি। দলের কাছে আমি ব্রাত্য। সম্ভবত আমার প্রয়োজন ফুরিয়েছে। আর দলে থাকার মানে হয় না। অনেক চিন্তা করেছি। পরগাছাদের ঘেরাটোপে থেকে নেত্রী নিজেও প্রয়োজন উপলব্ধি করেননি। প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করলাম।”

এদিন দিল্লিতে দিল্লির বিজেপির কেন্দ্রীয় অফিসে মিহির গোস্বামী বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়র উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ নিশীথ প্রামাণিক ও অর্জুন সিং। এদিন দুপুরে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন শুভেন্দু অধিকারী। বিকেলে তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here