নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
রবিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার বিধাননগরের কাছে ২৭ নম্বর জাতীয় সড়কে অভিযান চালায় ডিআরআই। এরপর সেখানে একটি বাসে তল্লাশি চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় জাল টাকা। এই ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেফতার করে ডিআরআই। ধৃত ব্যক্তির নাম ব্যক্তির নাম মহম্মদ বৈতুল্লাহ(৪০)। সে কিষানগঞ্জের সুরিভিটা সাবোডাঙ্গি এলাকার বাসিন্দা।
ডিআরআই সূত্রে জানা গিয়েছে যে ওই ব্যক্তি মালদার কালিয়াচক থেকে টাকা গুলি বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে ওই ব্যক্তির কাছ থেকে মোট ১ লক্ষ ২০ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে এবং উদ্ধার হওয়া নোটগুলি ২০০০ টাকার। যদিও বিহারের এক ব্যক্তিকে টাকা গুলি দেওয়ার কথা স্বীকার করে নেয় মহম্মদ বৈতুল্লাহ। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কীনা তা খতিয়ে দেখছেন ডিআরআইএর আধিকারিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584