লকডাউনে রায়গঞ্জে মাস্ক বিলিকে কেন্দ্র করে বির্তকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী

0
33

প্রীতম সরকার, রায়গঞ্জঃ

রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান দফতরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীর মাস্ক বিলিকে কেন্দ্র করে বিতর্ক উত্তর দিনাজপুর জেলায়। দিল্লি থেকে কলকাতা, এরপর রায়গঞ্জে এসে কোয়ারান্টাইনে না থেকে কীভাবে প্রকাশ্য রাস্তায় নেমে জনসাধারণের সংস্পর্শে এলেন মন্ত্রী এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

minister debashree distribute masks on lockdown in raiganj | newsfront.co
মাস্ক বিলি দেবশ্রীর। নিজস্ব চিত্র

ইতিমধ্যেই উত্তর দিনাজপুর জেলা শাসকের কাছে মৌখিক অভিযোগ জানিয়েছেন চাকুলিয়ার বিধায়ক আলি ইমরান রমজ। এমনকি লিখিত অভিযোগ জানিয়েছেন রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্তও। কেন্দ্রের শাসক দলের মন্ত্রী হয়েও, এমন কাজ তিনি কেন করলেন তা নিয়েই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

আরও পড়ুনঃ লাগাম ছাড়া ভিড় এড়াতে স্থানীয়দের তৎপরতায় বন্ধ হলো বাজার

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালেই দলীয় কিছু কর্মীকে সাথে নিয়ে রায়গঞ্জের রাস্তায় জনসাধারণকে মাস্ক বিতরণ করেন মন্ত্রী। বিতরণের সাথে কোনও প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরোনর বার্তা দেন তিনি৷

যদিও এ ব্যাপারে প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী জানান, ” আমি কোনও নিয়ম ভাঙিনি। দিল্লী থেকে ফিরেছি লকডাউনের আগেই। লকডাউন ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সচেতন করে কিছু মাস্ক বিলি করা হচ্ছে”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here