নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পুরসভার অন্তর্গত উনিশটি ঢালাই রাস্তার শিলান্যাস সহ তমলুক নিমতলা থেকে মানিকতলা পর্যন্ত এলইডি যুক্ত পথ বাতির শুভ উদ্বোধন করেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুধু তাই নয় এই দিন রাজ্য সরকারের সহযোগিতায় সরকারি বাস ডিপো কাম টারবিনাফিনের আনুষ্ঠানিক ঘোষণা করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আরও পড়ুনঃ মাথাভাঙ্গায় কৃষক বন্ধু প্রকল্পের চেক বিতরণ
এছাড়াও এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় এক ইলেকট্রিক চুল্লির। এই দিন সেই শুভ উদ্বোধন করেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয় এলাকায় যে সমস্ত হকাররা রয়েছে তাদেরকে পুনর্বাসন দেওয়া হয় এই দিন।
এদিন এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার ইন্দিরা মুখার্জি, গ্রাম উন্নয়ন দফতরের স্ট্যান্ডিং কমিটির স্থায়ী সদস্য দিব্যেন্দু অধিকারি, পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি দেবব্রত দাস সহ অন্যান্য আধিকারিক বৃন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584