নিজের বাড়িতে বসেই নামাজ পড়লেন মন্ত্রী রাব্বানি

0
40

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

নিজের বাড়িতে বসেই ইদের নামাজ পাঠ করলেন রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রাব্বানী। সামাজিক দূরত্বের বিষয়টিকে গুরুত্ব দিয়ে ইসলামপুরের বাড়িতে নমাজ সারলেন তিনি। প্রতি বছর নিজের বিধানসভা গোয়ালপোখরে গ্রামের বাড়িতে গিয়ে নামাজপাঠে সকলের সঙ্গে অংশ নেন।

minister Rabbani | newsfront.co
নিজস্ব চিত্র

সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এবার করোনা সংক্রমণের জন্য সেই কর্মসূচি বাতিল করা হয়েছে। তবে তিনি বাড়িতে বসেই দোয়া করেছেন যাতে খুব তাড়াতাড়ি রাজ্য, দেশ থেকে তথা গোটা বিশ্ব থেকে করোনা মুক্ত হয় মানুষ। সবাই যেন আবার সুন্দরভাবে তাদের নিজের জায়গায় ফিরে আসতে পারেন।

আরও পড়ুনঃ স্বাস্থ্য বিধি মেনেই কাঁথিতে ইদ উৎসব পালন

তিনি এদিন বলেন, ‘আমরা কেউই ঈদগা গিয়ে নামাজ পড়তে পারিনি। তবে যারা দেশের আইন ও রাজ্যের আইনকে মান্যতা দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পালন করে বাড়ি বাড়ি নামাজ পাঠ করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here