মনিরুল হক,কোচবিহারঃ
লাল বাতির গাড়ি ছেড়ে রিক্সায় করে জেলা শাসক চত্বরে ল্যান্স ডাউন হলে মিটিং এ আসলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ। এদিন কোচবিহার সাগর দীঘির পারে রিক্সায় মন্ত্রীকে চড়তে দেখে অবাক হয়ে যান পথ চলতি মানুষ। হঠাৎ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কেন লাল বাতির গাড়ি ছেড়ে রিক্সায় যাচ্ছেন?
এই প্রশ্নের জবাব মেলে খোদ মন্ত্রীর কথায়, তিনি বলেন, “অনেক দিন রিক্সায় ওঠা হয় না। আজ রাজবাড়ি ইনডোর স্টেডিয়ামে সবলা মেলার উদ্বোধন করে ল্যান্স ডাউন হলে রাসমেলা নিয়ে একটি মিটিং রয়েছে, সেখানেই যাচ্ছিলাম। হঠাৎ সামনে রিক্সা দেখে আর মন মানলো না, তাই উঠে পরলাম।”
যদিও মন্ত্রীর ওই রিক্সায় ওঠা নিয়ে কটাক্ষ করেছেন বিরোধীরা। বিজেপি নেতা হেম চন্দ্র বর্মন বলেন, “তৃনমূল আর ক্ষমতায় থাকছেন না বুঝেই এখন থেকে তিনি রিক্সায় চড়ার অভ্যাস করছেন।” তিনি আরও বলেন, “তৃনমূল বনধ সফল নয় বলে দাবি করলেও ফাঁকা রাস্তায় মন্ত্রীর রিক্সায় ওঠা প্রমান করে কোচবিহারে বনধ কতটা সফল হয়েছে।”
আরও পড়ুনঃ বেহাল অবস্থা রাস্তার তাই অর্ডার কম, মৃৎশিল্পীদের মাথায় হাত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584