দোল উৎসবের শেষ পর্যায়ের কাজকর্ম খতিয়ে দেখতে মেলার মাঠে মন্ত্রী

0
155

পিয়ালী দাস, বীরভূমঃ

মাত্র এক সপ্তাহ তারপরেই পলাশের রঙে রাঙিয়ে উঠবে শান্তিনিকেতনের দোল উৎসব। শনিবার দোল উৎসবের শেষ পর্যায়ের কাজকর্ম খতিয়ে দেখতে মেলার মাঠে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা বসু, বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং সহ একাধিক আধিকারিক।

minister visit to santiniketan before dol utsav | newsfront.co
ছবিঃ প্রতীকী

এবারে বসন্ত উৎসব কে প্রথম থেকেই শুরু হয়েছিল একাধিক বিতর্ক বসন্ত উৎসবে স্থান পরিবর্তন নিয়ে। বীরভূম জেলা প্রশাসন ও বিশ্বভারতী কর্তৃপক্ষ একাধিকবার বৈঠক করেছেন তারপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারে বসন্ত উৎসব পালিত হবে মেলার মাঠে।

যেহেতু গতবার বসন্ত উৎসবে ভিড়ের চোটে পদপৃষ্ট হয়ে যাবার উপক্রম হয়েছিল তার জেরে বিশ্বভারতীর উপাচার্য এবার সিদ্ধান্ত নিয়েছিলেন আগামী ৯ তারিখ দোল উৎসবের দিন বসন্ত উৎসব বিশ্বভারতীতে পালিত হবে না কিন্তু বিশ্বভারতীর এই সিদ্ধান্তের কথা জানার পর রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় হস্তক্ষেপ করেন এবং তিনি বলেন বসন্ত উৎসব নিয়ে পৃথিবীর মানুষের মধ্যে আবেগ বিরাজ করে যদি বসন্ত উৎসবের দিন পরিবর্তন করা হয় তবে সেই আবেগে ধাক্কা লাগবে বসন্ত উৎসবের জন্য রাজ্য সরকারের তরফে সাহায্যের প্রয়োজন হবে। আর তা সমস্ত কিছু পূর্ণ করার প্রতিশ্রুতি দেন শিক্ষামন্ত্রী তারপরে একাধিকবার বৈঠক করে সমাধান সূত্র আসে।

আরও পড়ুনঃ ঋষি বঙ্কিম স্মরণে বঙ্কিম মেলা এগরায়

minister visit to santiniketan before dol utsav | newsfront.co
নিজস্ব চিত্র

রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন বসন্ত উৎসবের জন্য আর্থিক ব্যয় হবে যার পরিমাণ প্রায় এক কোটি টাকার মতো রাজ্য সরকারের তরফে সেই টাকা সাহায্য করা হবে।

বীরভূম জেলা প্রশাসন সূত্রে খবর বসন্ত উৎসব নির্বিঘ্নে পালন করতে গিয়ে যে আর্থিক ব্যয় হবে তারা ইতিমধ্যে তৈরি করে ফেলা হয়েছে কোন কোন খাতে কত টাকা খরচা হবে তা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা শেষ হয়েছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রাজ্যের পুর-নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।

তিনি বলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী অনেক কিছু না জেনেই বিভিন্ন ভাবে রাজ্য সরকারকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বসন্ত উৎসব বাংলা সৃষ্টি এবং সংস্কৃতির অংশ কেও সরকারের হাতের পুতুল হয়ে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রম কে বিভেদের রাজনীতির আখড়া তৈরি করতে চাইছেন তা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হতে দেবেনা তাই বসন্ত উৎসবের যাবতীয় খরচের দায়িত্ব নিয়ে কোটি কোটি রবীন্দ্র অনুরাগীদের সম্মান জানালো রাজ্য সরকার।

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতীতে উপাচার্য পদে দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক সংঘাতে জড়িয়েছেন রাজ্য সরকারের সাথে বিভিন্ন বিষয়ে তিনি বিতর্কে জড়িয়ে পড়েছেন। উপাচার্যের বসন্ত উৎসবের দিন পরিবর্তন নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল, কিন্তু সেই বিতর্কে অবসান ঘটে রাজ্য সরকারের হস্তক্ষেপে বীরভূম জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে রোজ নতুন নতুন বায়না জুড়ে দিচ্ছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এবারে তার নতুন বায়না অতিথিদের আমন্ত্রণ পত্র সম্পূর্ণ বিলি করার দায়িত্ব বিশ্বভারতী নিজেদের হাতে রাখবে যদি এই দায়িত্ব তাদেরকে না দেওয়া হয় তবে বসন্ত উৎসবের আয়োজন থেকে পিছিয়ে আসার হুমকি দিয়ে রেখেছে আগামী দোসরা মার্চ। আগামী সোমবার জেলা প্রশাসনের সঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষের আমন্ত্রণ পত্র বিলি নিয়ে বৈঠক হবার সম্ভাবনা রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here