ওয়েবডেস্কঃ
সন্ত্রাসবাদের তীব্র সমালোচনার পর ভারতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার করলেন সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন।
MEA: Saudi Arabia to invest $100 billion in India – a huge vote of confidence in the Indian economy. PM Modi welcomed the announcement by #SaudiCrownPrince to invest in areas like energy, refining, petrochemicals, infrastructure, agriculture, manufacturing, etc. pic.twitter.com/xr4Myl2xDQ
— ANI (@ANI) February 20, 2019
গতকাল দুদিনের সফরে ভারতে এসেছেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন। আর তাঁকে সুসম্মনে আহ্বান জানিয়েছেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী।আজ এক বৈঠকে যৌথ বিবৃতি দিয়ে দুই দেশের প্রধান আন্তর্জাতিক ক্ষেত্রে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার বার্তা দিয়েছেন।করেছেন সন্ত্রাসবাদের তীব্র সমালোচনাও।
যৌথ বিবৃতির পর এক সাংবাদিক সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে দাবি করা হয় যে জ্বালানি, পরিশোধন, পেট্রোকেমিক্যালস, পরিকাঠামো, কৃষি ও উৎপাদন ক্ষেত্রে সৌদি যুবরাজ ভারতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন।
HRH Mohammed Bin Salman and I discussed aspects relating to closer investment ties between our nations. We also had discussions relating to the oil and energy sector. I am glad that Saudi Arabia has decided to strengthen the International Solar Alliance with its participation. pic.twitter.com/RNLsTGHE29
— Narendra Modi (@narendramodi) February 20, 2019
পাশাপাশি সৌদি যুবরাজ সম্মতি প্রদান করে জানিয়েছেন যে সন্ত্রাসবাদে মদত প্রদানকারী দেশ গুলিকে চাপে রাখার ক্ষেত্রে ভারতের সাথে তিনি একমত।
আরও পড়ুনঃপাকিস্তান সফর সম্পন্ন করে ভারতে পদার্পণ সৌদি রাজকুমারের, স্বাগত জানালেন মোদী
আগেই আজ দিনের বেলায় ভারতের পররাষ্ট্রমন্ত্রকের সেক্রেটারি টিএস তিরুপতি সাংবাদিক সম্মেলনে জানান “দুই দেশের প্রধান- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সৌদি যুবরাজ সলমন সম্প্রতি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ভারতের জওয়ানদের ওপর জঙ্গি হানার কঠোর নিন্দা করেছেন।” তিনি আরও জানান যে ক্ষতিকারক অর্থনৈতিক অপরাধীদের সমস্যা মেটাতে উভয় দেশের শীর্ষ নেতারা সহমত পোষণ করেছেন। একই সঙ্গে ভারত সৌদি আরবের ক্ষেত্রে ই-ভিসার সুযোগ সুবিধা বাড়াতে উদ্যোগী হওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে বলেও তিনি জানান ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584