ভারতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার সৌদি যুবরাজেরঃপররাষ্ট্র মন্ত্রণালয়

0
125

ওয়েবডেস্কঃ

সন্ত্রাসবাদের তীব্র সমালোচনার পর ভারতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার করলেন সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন।

গতকাল দুদিনের সফরে ভারতে এসেছেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন। আর তাঁকে সুসম্মনে আহ্বান জানিয়েছেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী।আজ এক বৈঠকে যৌথ বিবৃতি দিয়ে দুই দেশের প্রধান আন্তর্জাতিক ক্ষেত্রে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার বার্তা দিয়েছেন।করেছেন সন্ত্রাসবাদের তীব্র সমালোচনাও।

যৌথ বিবৃতির পর এক সাংবাদিক সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে দাবি করা হয় যে জ্বালানি, পরিশোধন, পেট্রোকেমিক্যালস, পরিকাঠামো, কৃষি ও উৎপাদন ক্ষেত্রে  সৌদি যুবরাজ ভারতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন।

পাশাপাশি সৌদি যুবরাজ সম্মতি প্রদান করে জানিয়েছেন যে সন্ত্রাসবাদে মদত প্রদানকারী দেশ গুলিকে চাপে রাখার ক্ষেত্রে ভারতের সাথে তিনি একমত।

আরও পড়ুনঃপাকিস্তান সফর সম্পন্ন করে ভারতে পদার্পণ সৌদি রাজকুমারের, স্বাগত জানালেন মোদী 

আগেই আজ দিনের বেলায় ভারতের পররাষ্ট্রমন্ত্রকের সেক্রেটারি টিএস তিরুপতি সাংবাদিক সম্মেলনে জানান  “দুই দেশের প্রধান- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সৌদি যুবরাজ সলমন সম্প্রতি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ভারতের জওয়ানদের ওপর জঙ্গি হানার কঠোর নিন্দা করেছেন।” তিনি আরও জানান যে ক্ষতিকারক অর্থনৈতিক অপরাধীদের সমস্যা মেটাতে উভয় দেশের শীর্ষ নেতারা সহমত পোষণ করেছেন। একই সঙ্গে ভারত সৌদি আরবের ক্ষেত্রে ই-ভিসার সুযোগ সুবিধা বাড়াতে উদ্যোগী হওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে বলেও তিনি জানান ।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here