নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
বিজেপি যুব মোর্চা সভাপতির বাড়িতে ঘটে দুষ্কৃতী হামলা। এই ঘটনায়, অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল রাত সাড়ে বারোটায় ঘটা ঘটনার পর এদিন বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি যুব মোর্চা সভাপতি অভিষেক সেনগুপ্ত।
যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।গতকাল রাত সাড়ে বারোটা নাগাদ একদল বাইক বাহিনী চকভবানী রথতলা এলাকায় বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি অভিষেক সেনগুপ্তর বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ।
অভিষেক সেনগুপ্ত জানান, গতকাল রাত সোওয়া বারোটার সময় তার বাড়ির সামনে এসে একদল বাইক বাহিনী দুষ্কৃতী অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, বাড়িতে ইঁটের টুকরো ছোঁড়ে। এই ঘটনায় বাড়ির সকলে আতঙ্কিত হয়ে পড়েছে। তিনি নিজেও নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনা জানিয়ে তিনি এদিন বালুরঘাট থানায় একটি এফআইআর করেন।
আরও পড়ুনঃ হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের বিক্ষোভ গড়বেতার রেঞ্জের অফিসের সামনে
পাশাপাশি তিনি বলেন, শাসক দলের দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। তিনি জানান, গতকাল বালুরঘাটে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে একটি বিশাল মিছিল ও প্রতিবাদ সভা করা হয়। এরপর রাতে তার বাড়িতে হামলা চালানোর ঘটনায় স্পষ্ট, শাসক দলের দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে বলে তিনি মনে করেন।
যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। যুব তৃণমূল জেলা সম্পাদক মহেশ পারেখ জানান, “এই ঘটনায় তৃণমূল জড়িত নয়। বিজেপি নিজেদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। বিজেপির নোংরা রাজনীতির সাথে মানুষ নেই।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584