নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
বুধবার রাতে শিলিগুড়ির ভেনাস মোড়,সেবক রোড,এয়ারভিউ মোড় সহ বিভিন্ন জায়গায় দার্জিলিং জেলা বিজেপি সাংসদ রাজু বিস্তের ছবি সমেত ব্যানারের দেখা মেলায় হইচই পড়ে যায়। “সাংসদ রাজু বিস্ত কোথায় ?” “সাংসদকে খবর দাও”। এমনই লেখা বেশ কিছু ব্যানার চোখে পড়ে। তবে কে বা কারা এই ব্যানার লাগাল তা অবশ্য কোন কিছু জানা যায়নি।
এমন ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ধোঁয়াশার সৃষ্টি হয়েছে শহরজুড়ে। রাজনৈতিক মহলেও এই নিয়ে চলছে জোর চর্চা। তবে করোনা পরিস্থিতিতে লকডাউনের শুরু থেকেই নিজের সাংসদ এলাকায় দেখা যায়নি রাজু বিস্তাকে। সংসদীয় এলাকায় না দেখা গেলেও সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় রাজু বিস্তা।
আরও পড়ুনঃ করোনা আতঙ্ক, বন্ধ হলো দমদম নাগেরবাজারের বেসরকারি হাসপাতাল সংলগ্ন লেন
তবে এর আগে এমন চিত্র লক্ষ্য গেছে পাহাড়ে। বিভিন্ন সময় পাহাড়ের বিভিন্ন জায়গায় ব্যানার পোস্টার পড়তে দেখা গিয়েছে। তাতে অবশ্য নিচে লেখা থাকত “জনতা”। কিন্তু এক্ষেত্রে তেমন কিছু লেখা নেই। কে বা কারা ব্যানার লাগিয়ে চলে গেল তা নিয়ে উঠছে প্রশ্ন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584