পুলিশী তৎপরতায় মাথাভাঙ্গা নদীর চর থেকে হারিয়ে যাওয়া টোটো উদ্ধার

0
74

অমৃতা চন্দ,কোচবিহারঃ

হারিয়ে যাওয়ার ৬ দিনের মাথায় মাথাভাঙ্গা নদীর চর থেকে টোটো উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল দিনহাটা থানার পুলিশ। পুলিশী তৎপরতায় হারিয়ে যাওয়ার টোটো কয়েকদিনের মাথায় ফিরে পেয়ে বেজায় খুশি টোটো চালক নুরুল হোসেন।

ফিরিয়ে দেওয়া। নিজস্ব চিত্র

এদিন দিনহাটা থানায় টোটোর মালিক ও চালক নুরুল হোসেনের হাতে টোটোর চাবি তুলে দেন দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত। দিনহাটা থানার এসআই রাজু রায়ের নেতৃত্বে পুলিশ তল্লাশি চালিয়ে বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে মাথাভাঙ্গা মানসাই নদীর চর থেকে দিনহাটার ওই যুবকের হারিয়ে যাওয়া টোটো উদ্ধার করে। পুলিশি তৎপরতায় হারিয়ে যাওয়া টোটো ফিরে পেয়ে বেজায় খুশি তিনি। পুলিশের ভূমিকার প্রশংসা করেন। ওই যুবক বলেন দিনহাটা থানার আইসি এবং এসআই উদ্যোগী হয়ে হারিয়ে যাওয়া টোটোটি উদ্ধার করতে সচেষ্ট হয়। তাদের চেষ্টার ফলেই উদ্ধার হয় বলে তিনি জানান।

নিজস্ব চিত্র

পুলিশ সূত্রে জানা গেছে গত ১২ ই জানুয়ারি সন্ধ্যা নাগাদ দিনহাটা বড় আটিয়াবাড়ী টোটো চালক চওড়াহাট বাজারে রাস্তার ধারে গাড়ি রেখে বাজার করতে যান। অল্প সময়ের মধ্যে বাজার থেকে ফিরে এসে তিনি দেখেন তার টোটোটি সেখানে নেই। এরপর তিনি দিনহাটা থানায় লিখিত অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে পুলিশ হারিয়ে যাওয়া টোটোটি উদ্ধারের খোঁজ খবর শুরু করে। মাথাভাঙার মানসাই নদীর চর এলাকা থেকে টোটোটিকে উদ্ধার করা হয় বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here