সরকারি বালিকা আবাস থেকে নিখোঁজ দুই কিশোরী

0
104

মনিরুল হক, কোচবিহারঃ

কোচবিহারের শহীদ বন্দনা স্মৃতি বালিকা আবাসের নিরাপত্তা ব্যবস্থা ফের বড় সড় প্রশ্নের মুখে পড়ল। সরকারি এই আবাসন থেকে মঙ্গলবার ভোর রাতে দুই কিশোরী নিখোঁজ হয়েছে বলে জানা গিয়েছে।

child welfare committee | newsfront.co
নিজস্ব চিত্র

এই আবাসনের নিরাপত্তা ব্যবস্থা যে প্রশ্নের মুখে তা মেনে নিয়েছেন চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যা কৃষ্ণা দত্তও। এই আবাসনের নিরাপত্তার যথেষ্ট অভাব রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর ভাষায় কর্মীর সংখ্যা কম থাকায় অসুবিধার সৃষ্টি হয়েছে এই আবাসনে। আবাসিকরা রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেই মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার সকাল থেকেই দুই কিশোরীকে খুঁজে পাওয়া যাচ্ছেনা ঐ আবাসনে। ঘটনায় তোলপাড় প্রশাসনিক মহলে।

জানা গিয়েছে, শহীদ বন্দনা স্মৃতি আবাস থেকে দুই কিশোরীকে খুঁজে পাওয়া যাচ্ছেনা সকাল থেকেই। বিষয়টি নিয়ে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয় ওই আবাসনে।

আরও পড়ুনঃ পুলিশ হেফাজতে থাকা চিকিৎসাধীন অভিযুক্ত হাসপাতাল থেকে উধাও

কোচবিহারের শহীদ বন্দনা স্মৃতি বালিকা আবাসের সদস্যা কৃষ্ণা দত্ত জানান, এইদিন ভোর রাতে আবাসনের পেছনের পাঁচিল টপকে ঐ দুই নাবালিকা পালিয়ে যায় বলে অনুমান করা হচ্ছে। তাঁদের একজনের বাড়ি কোচবিহারের জিরানপুর, অপরজনের গোসানিমাড়ি বলে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here