নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
দেশ জুড়ে চলছে লক ডাউন, আবারও নতুন করে মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তবে নতুন করে লক ডাউন চলবে ৩ রা মে পর্যন্ত। কিন্তু এই লকডাউন চলাকালীন দুঃস্থ ও গরিব মানুষের দিকে ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন।
আর এই অবস্থায় দাঁড়িয়ে এবার ফালাকাটা ব্লকে “মিশন ডেভলপমেন্ট ডুয়ার্স” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনও দুঃস্থ ও গরিবদের পাশে এসে দাঁড়ালো। জানা যায় আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের বিভিন্ন প্রান্তে, ভবঘুরে তথা খেতে না পাওয়া মানুষ ও দুঃস্থদের হাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিচ্ছে ওই সংগঠনের সদস্যরা।
আরও পড়ুনঃ কুশমন্ডির দুই অসহায় বৃদ্ধাদের দায়িত্ব নেওয়ার কথা বললেন সোসাইটির সভাপতি
যদিও এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা জানিয়েছেন,এই সংগঠনের সদস্যরা ছোট ছোট দল করে ব্লকের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছেন। যতদিন ধরে এই লক ডাউন চলবে, ততদিনই তারা পালা করে খাদ্য সামগ্রী বিলি করবে ফালাকাটা ব্লকের বিভিন্ন প্রান্তে।
খাদ্য সামগ্রী হিসেবে তুলে দেওয়া হচ্ছে চাল, ডাল, তেল, আলু, শাক সবজি ইত্যাদি। যদিও সরকারি নির্দেশিকা মেনেই খাদ্য সামগ্রী বন্টন করা হচ্ছে বলে জানান তারা। এই বিপদের দিনে সামান্য ত্রাণ সামগ্রী পেয়ে যথেষ্ট খুশি এলাকার দুঃস্থ বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584