বন্ধের মুখে মুখ্যমন্ত্রীর সাধের মিষ্টি হাব

0
92

শ্যামল রায়,বর্ধমানঃ
কয়েক কোটি টাকা খরচ করে বর্ধমান জেলার ২ নম্বর জাতীয় সড়কের পাশে বামসাদাই পুড়ে মিষ্টি তৈরি করেছিল প্রশাসন।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব সাধের এই মিষ্টি হাব আজকে প্রায় বন্ধের মুখে।৩০শে নভেম্বর পূর্ব বর্ধমান জেলার কালনা শহরের অবন নাথ পার্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করবেন।তাই জনসভা শুরুর আগেই ফের মিষ্টি হাব চালু করার উদ্যোগ নিয়েছে প্রশাসন।ইতিমধ্যে ১০টি স্টল বিল করেছে ব্যবসায়ীদের মধ্যে।১৫ টি বন্ধ হয়ে পড়ে রয়েছে ক্রেতার অভাবে।ব্যবসায়ীদের অভিযোগ যে এই বাম চাদাই পুরে কোনরকম সরকারি-বেসরকারি বাস না দাড়ানোর ফলে ক্রেতার অভাব রয়েছে তাই মিষ্টি তৈরি করে ফেলে রাখা হয়, মিষ্টি বিক্রি না হবার কারনে মিষ্টি হাব অচল অবস্থার সৃষ্টি হয়েছে।কারণ লোকজন না থাকলে মিষ্টি কারা কিনবেন এই কথাই জানাচ্ছেন ব্যবসায়ীরা।ব্যবসায়ীরাই প্রশ্ন তুলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের মিষ্টি হাব তাহলে কি দিনের পর দিন এরকম অচল অবস্থা হলে বন্ধ হয়ে যাবে না-তো? এই প্রশ্নই কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ব্যবসায়ীদের।কদিন পরেই আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি এই মিষ্টি হাব এর সচল করার জন্য উদ্যোগ নেবেন? এ কথা উড়িয়ে দিচ্ছেন না ব্যবসায়ীরা এবং প্রশাসনিক কর্মকর্তারা।তবে জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন যে সরকারি বাস যাতে দাঁড়ায় এবং মিষ্টিহাব সচল থাকে তার জন্য তিনি নানান ধরনের উদ্যোগ গ্রহণ করবেন।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে তৃণমূলের আলোচনা সভা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here