মালদহে বনধের মিশ্র প্রভাব

0
86

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

mixed effects of strike at malda
নিজস্ব চিত্র
mixed effects of strike at malda 2
নিজস্ব চিত্র

কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থবিরোধী আইন নীতি প্রত্যাহার,মূল্য বৃদ্ধি রোধ সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সারা ভারত সাধারণ ধর্মঘটে সকাল থেকেই মালদায় বিভিন্ন বাজার-হাট এক প্রকার বন্ধ থাকলো।তবে স্বাভাবিক ছিল যানচলা। খোলা ছিল সরকারি বিভিন্ন দপ্তর।সব মিলিয়ে এদিন জেলায় মিশ্র প্রভাব পড়ল বনধের।১২ দফা দাবিতে এআইইউটিইউসি সহ ১০ টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে ৮ ও ৯ জানুয়ারি সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।বিভিন্ন সরকারি অফিস গুলির সামনে থাকে পুলিশি নিরাপত্তা ও ব্যারিকেট দেওয়া হয়। যদিও তুলনামূলকভাবে এদিন সরকারি বাস চলাচল করেছে অনেক বেশি।বন্ধ সমর্থনকারী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থবিরোধী আইন ও নীতির প্রত্যাহার,মূল্য বৃদ্ধি রোধ,বেকারদের কাজ,সকলের জন্য সামাজিক সুরক্ষা ও পেনসন,ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা,স্থায়ী কাজে ঠিক প্রথা বন্ধ,আট ঘন্টা শ্রম দিবস, বেসরকারিকরণ বন্ধ,সমকাজে সমমজুরি ও বন্ধ কল-কারখানা খোলাসহ ১২ দফা দাবিতে এ আই ইউ টি ইউ সি সহ দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে দুই দিন ধরে শুরু হয়েছে সারা ভারত সাধারণ ধর্মঘট।এদিন সকাল থেকেই মালদহ শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি এলাকাতেই বিশাল পুলিশ বাহিনী নামানো হয়।এছাড়াও জাতীয় সড়ক ও রাজ্য সড়কের জায়গায় জায়গায় পুলিশের টহলদারি ও নিরাপত্তা ব্যবস্থা করা হয়।কোন রকম সরকারি-বেসরকারি যান চলাচলে বাধা দেওয়া যাতে না হয় সেদিকে নজর রাখে পুলিশ।তবে এদিন স্বাভাবিকভাবেই বিভিন্ন সরকারী অফিস খোলাই ছিল।

আরও পড়ুনঃ বনধে মিশ্র প্রভাব আলিপুরদুয়ারে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here