নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থবিরোধী আইন নীতি প্রত্যাহার,মূল্য বৃদ্ধি রোধ সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সারা ভারত সাধারণ ধর্মঘটে সকাল থেকেই মালদায় বিভিন্ন বাজার-হাট এক প্রকার বন্ধ থাকলো।তবে স্বাভাবিক ছিল যানচলা। খোলা ছিল সরকারি বিভিন্ন দপ্তর।সব মিলিয়ে এদিন জেলায় মিশ্র প্রভাব পড়ল বনধের।১২ দফা দাবিতে এআইইউটিইউসি সহ ১০ টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে ৮ ও ৯ জানুয়ারি সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।বিভিন্ন সরকারি অফিস গুলির সামনে থাকে পুলিশি নিরাপত্তা ও ব্যারিকেট দেওয়া হয়। যদিও তুলনামূলকভাবে এদিন সরকারি বাস চলাচল করেছে অনেক বেশি।বন্ধ সমর্থনকারী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থবিরোধী আইন ও নীতির প্রত্যাহার,মূল্য বৃদ্ধি রোধ,বেকারদের কাজ,সকলের জন্য সামাজিক সুরক্ষা ও পেনসন,ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা,স্থায়ী কাজে ঠিক প্রথা বন্ধ,আট ঘন্টা শ্রম দিবস, বেসরকারিকরণ বন্ধ,সমকাজে সমমজুরি ও বন্ধ কল-কারখানা খোলাসহ ১২ দফা দাবিতে এ আই ইউ টি ইউ সি সহ দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে দুই দিন ধরে শুরু হয়েছে সারা ভারত সাধারণ ধর্মঘট।এদিন সকাল থেকেই মালদহ শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি এলাকাতেই বিশাল পুলিশ বাহিনী নামানো হয়।এছাড়াও জাতীয় সড়ক ও রাজ্য সড়কের জায়গায় জায়গায় পুলিশের টহলদারি ও নিরাপত্তা ব্যবস্থা করা হয়।কোন রকম সরকারি-বেসরকারি যান চলাচলে বাধা দেওয়া যাতে না হয় সেদিকে নজর রাখে পুলিশ।তবে এদিন স্বাভাবিকভাবেই বিভিন্ন সরকারী অফিস খোলাই ছিল।
আরও পড়ুনঃ বনধে মিশ্র প্রভাব আলিপুরদুয়ারে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584