মনিরুল হক, কোচবিহারঃ
করোনা মোকাবিলার জন্য শুরু হয়েছে লকডাউন। আর সেই লকডাউনের ফলে সীমান্তের সমস্ত গেট বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে সীমান্ত লাগোয়া কাঁটাতারের বেড়ার ওই পারে থাকা বসবাসকারী ব্যক্তিদের বিস্তর সমস্যা দেখা দিয়েছে।
এমনি এক পরিস্থিতির মধ্যে পরেছেন মাথাভাঙ্গা ১নং ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি গ্রাম। ওই এলাকার দুটো পাড়া রয়েছে একটি গোঁসাই পাড়া, অপরটি ডাক্তার পাড়া। সীমান্তের গেট বন্ধ থাকার কারণে গেটে এসে শুধু রেশন টুকু নিতে পারছেন এবং চিকিৎসার জন্য বের হতে পারছেন।
তা ছাড়া কোনভাবেই অন্যান্য খাদ্য সামগ্রী, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকানে এসে নিয়ে যাওয়ার রাস্তা নেই। যদিও মাথাভাঙ্গা ১নং ব্লকের বিডিও সম্বল ঝা এবং বিধায়ক হিতেন বর্মন তাদের জন্য রেশনের ব্যবস্থা করেছেন।
আরও পড়ুনঃ ইফতারের জন্য খাদ্যসামগ্রী বিলি ইংরেজবাজার কাউন্সিলরের
এদিন ওই দুটো পাড়ার সমস্যা সমাধানের জন্য এগিয়ে এসেছেন এলাকার বিধায়ক হিতেন বর্মন। আজ তিনি নিজে হাতে ৬২টি পরিবারকে চাল, ডাল, মসলা, সরিষার তেল, চিনি চা পাতা ইত্যাদি তাদের হাতে ত্রাণ হিসেবে তুলে দেন।
এবিষয়ে বিধায়ক হিতেন বর্মণ বলেন, সীমান্ত এলাকায় বেশকিছু কাঁটাতারের বেড়ার গেট বন্ধ রয়েছে। গেট বন্ধ থাকার কারণে নিত্য প্রয়োজনীয় অনেক কিছু জিনিস তারা ক্রয় করতে পারছে না।
বিষয়টি নিয়ে বিএসএফের সাথে কথা হয়েছে। দেখা যাক বিএসএফ কি ব্যবস্থা নেয়। তাদের সমস্যা সমাধানে আমি ব্যক্তিগতভাবে ৬২টি পরিবারের চাল, ডাল, মসলা, সরিষার তেল, চিনি, চা, পাতা ইত্যাদি দিয়ে সাহায্য করলাম। সরকারিভাবেও সাহায্য করা হচ্ছে। ভবিষ্যতে আরো কিছু করা যায় কিনা সে নিয়েও ভাবনা চিন্তা রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584