জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও পেট্রল-ডিজেল এবং রান্নার গ্যাসের সীমাহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লক ও পৌরসভার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল কর্মী-সমর্থকরা।
আজ পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কান্দি মহকুমায় বিভিন্ন স্থায়ী প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। ভরতপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বেলা ৩টে থেকে সালার কলেজের সামনে থেকে মোষের গাড়িতে চড়ে অভিনব পদ্ধতিতে মিছিল করেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর।
শুধু তাই নয়, গ্যাস সিলিন্ডার মাথায় নিয়ে স্লোগান তোলেন, “খালি পেটে রামের নাম হাজার ছুঁলো গ্যাসের দাম”। মিছিল করার পর সালার চৌরঙ্গী মোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিধায়ক এবং তৃণমূল নেতৃত্ব। বিধায়ক হুমায়ুন কবীর বলেন, ‘আমাদের মূল দাবি পেট্রল-ডিজেল ও রান্নার গ্যাসের দাম কমাতে হবে।’
আরও পড়ুনঃ ডোমকল তৃণমূল যুব সভাপতির উদ্যোগে গণস্বাক্ষর কর্মসূচি
অন্যদিকে পেট্রোল,ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অবস্থান-বিক্ষোভ কান্দি ব্লক তৃণমূল কংগ্রেসের। কান্দি দোহালিয়া বটতলা সংলগ্ন এলাকায় এবং কান্দি জেমো ইন্দ্রতলা এলাকায়। এদিনের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কান্দি পৌরসভার প্রশাসক তথা কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার।
আরও পড়ুনঃ পুলিশ কর্তার মেয়ের ছবিসহ ইন্টারনেটে আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার তৃণমূল নেতার ছেলে
তিনি বলেন, “ভারতবর্ষকে ধর্মের নামে ভাগ করে দিতে চাইছে মোদি সরকার। অন্যদিকে সাধারণ মানুষের হেঁসেলে পড়েছে খাবারের টান ” একদিনের কর্মসূচিতে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন কান্দি পৌরসভার প্রশাসক সদস্য দেবল দাস। কান্দি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম সরকার সহ তৃণমূলের কর্মী সমর্থক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584