শরীয়তুল্লাহ সোহন,মুর্শিদাবাদঃ
আজ লালগোলা ব্লকের মৎস্যজীবীদের নিয়ে লালগোলা বিধানসভার বিধায়ক মহম্মদ আলি সাহেব একটি আলোচনা সভার আয়োজন করেন। আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছিল লালগোলা বিধায়ক কার্য্যালয়ে। আজকের আলোচনার মূল বিষয়বস্তু ছিল, ‘মৎস্যজীবীদের নানাবিধ সমস্যা নিয়ে পর্যালোচনা’। লালগোলা ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক মৎস্যজীবী এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
বিধায়ক মহম্মদ আলি মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যার কথা শুনেন। তাঁদের বিভিন্ন সমস্যা ও অভিযোগের মধ্যে প্রধান অভিযোগ ছিল, ‘সরকারি ভাবে মৎস্যজীবীদের জন্য যতরকম সরকারি সাবসিটি আসে সেগুলো সঠিক ভাবে তাদের কাছে পৌঁছায় না। তাই তারা সঠিকভাবে যেন যাবতীয় সরকারি পরিষেবা পায়, তার যথাযথ ব্যবস্থা করার জন্য দাবী রাখেন বিধায়ক সাহেবের কাছে।’
আরও পড়ুনঃ অবশেষে ইরা বসুর পেনশন চালু করল নবান্ন, ‘নমনি’ হলেন বুদ্ধদেব-কন্যা সুচেতনা
এছাড়াও অতি বর্ষায় পুকুর ভেসে যাওয়া সহ মাছে মড়ক লেগে মাছ মরে যাওয়ায়, তারা অনেক সময় ক্ষতির মুখে পড়েন, সেক্ষেত্রে তাদের ক্ষতিপূরণ সরকারি ভাবে আদায়ের দাবি তুলেন এবং এর সাথে তারা আরও নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। তাদের যাবতীয় সমস্যার কথা শুনে বিধায়ক মহম্মদ আলি তাদের পাশে দাঁড়িয়ে সমস্ত সমস্যা দূর করবেন বলে আশ্বাস দেন। আলোচনা সভা শেষে মৎস্যজীবীরা বিধায়ক সাহেবের আশ্বাসে উচ্ছ্বাস প্রকাশ করে হাসিমুখে বাড়ি ফিরে যান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584