নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
লকডাউন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিজেপির সমালোচনায় সরব হলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি।
মেদিনীপুরে ফেডারেশন হলে বুধবার বিধায়কের প্রতিনিধি নির্মাল্য চক্রবর্তী বলেন, ‘মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করার সময় প্রধানমন্ত্রী যদি সহমত প্রকাশ করতেন, তাহলে আজ এই দুর্দশা দেখতে হত না। পরিযায়ী শ্রমিকদের নিয়েও প্রধানমন্ত্রী অনেক কথা বলেছেন। কিন্তু সঠিক কাজ করেননি । দেশের একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে বলেছিলেন, আমার রাজ্যে বহু সংখ্যক মানুষ অন্য রাজ্যে কাজ করছে। তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করবে রাজ্য সরকার। সেই চিঠি দিয়ে আবেদন করার পরেও কেন্দ্রীয় সরকার ১৫ দিনের সময় নিয়েছিলেন উত্তর দিতে।’
আরও পড়ুনঃ ভিড় এড়াতে সরকারি অফিসে দুই শিফটে কাজের নির্দেশ মুখ্যমন্ত্রীর
তিনি জানান, ‘চিকিৎসা করতে ও কাজে যারা গিয়েছিলেন ১০ দিন সময় দিলে তারাও ফিরে আসতে পারতেন। তাহলে দেশের আজ এই দুর্দশা হতো না। বিজেপি ভেবেছিল করোনায় কিছু হবেনা। দু-একটা প্রাণ যাবে। এতে আমরা প্রশংসা পাব l তাদের মুখ্য উদ্দেশ্য, যেকোন প্রকারে গদি বাঁচিয়ে রাখা।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584