নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে আটকে রাখার চক্রান্ত করা হয়েছিল। এমনটাই অভিযোগ করলেন মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়েসমিন। অভিযোগের সুরে তিনি জানান, ‘পরিযায়ী শ্রমিকরা মালদহের গর্ব।
পরিযায়ী শ্রমিকদের দ্বিগুন বেতন দিয়ে ফিরিয়ে নিতে চাইছে বিভিন্ন রাজ্য। এই কারণে এই পরিশ্রমী মানুষগুলোকে ভিন রাজ্যে আটকে রাখার চক্রান্ত করেছিল সেখানকার রাজ্য সরকার।’
যদিও সাবিনা ইয়াসমিন জানান, ‘মোথাবাড়ি সহ জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এই পরিযায়ী শ্রমিকদের অর্থনৈতিক সাশ্রয়ের জন্য একশো দিনের কাজ শুরু হয়েছে জোরকদমে।’ এদিন তিনি সাংবাদিক বৈঠক করে করোনা ইস্যুতে বিজেপিকে একহাত নেন।
আরও পড়ুনঃ রায়গঞ্জের টোটোতে এবার ‘নো মাস্ক, নো সিট’ পোস্টার
তিনি জানান, ‘জেলার পরিযায়ী শ্রমিকদের আড়িতে ফিরিয়ে আনার বিপক্ষে ছিল বিজেপি। এখন পরিযায়ী শ্রমিকরা ফিরে আসার পরে নোংরা রাজনীতি করছে বিজেপি। শুধু তাই নয়, করোনা নিয়েও নোংরা রাজনীতি করছে বিজেপি।
পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে পাঁচ মাস সময় পেয়েছিলেন মোদী সরকার। লক ডাউনের আগে কেন শ্রমিকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করননি মোদিজী।’ তার অভিযোগ, ‘মালদহের কংগ্রেস ও বিজেপির দুই সাংসদকে এই করোনা যুদ্ধে একদিনও দেখতে পাওয়া যায়নি। তাদের শুধু ফেসবুকে দেখা গেছে। তাঁরা করোনার ভয়ে লুকিয়ে রয়েছেন। মাঠে নেমে কাজ করছে শুধু তৃনমুল কংগ্রেস।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584